Remebering Nirbhaya
তবু আগুণ বেণীমাধব, আগুণ জ্বলে কই....ভাসিন বাবুই
Image may be NSFW.
Clik here to view.
Clik here to view.

তবু আগুণ বেণীমাধব, আগুণ জ্বলে কই....
সময় দ্রুত পেরিয়ে যায়। ঘটনা-দূর্ঘটনা জীর্ণ আমাদের বেঁচে থাকা গুলোও আবারো পানসে ছন্দে ফিরে আসে। আস্তে আস্তে ভুলেই যাই প্রায়, আমি'রা সব্বাই সেদিন পথে নেমেছিলাম। কেউ কেউ সশরীরে, কেউবা অন্য অনেক অচেনা অজানার জনসমুদ্র-এর সাথে ভার্চুয়াল দুনিয়ার মিছিলে সামিল হয়ে। একটা শেষ দেখে নেওয়ার নাছোড় তাগিদ ছিল, আমাদের সব্বার। হঠাৎ করে পাহাড় ভাঙলে এমনটাই হয়। তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়। 'আচ্ছে দিন!' চড়া দামে বিক্কিরি হয়। আবার বিছানায় ফেরার আগের মুহূর্তেই ফিনিক্সের মত আবার রাস্তায় কলরব। ধর্ষণ-যৌন হিংসাকে স্বাভাবিক অভ্যেস হতে দিচ্ছিনা। তাই আবারো রাস্তায়। দিল্লীর নির্ভয়া'কে মনে রেখে। পিতৃতন্ত্রের গর্ভগৃহ ভাঙতে রাজপথ কলরব মুখর হবে। দিল্লীতে দামিনী ওরফে নির্ভয়া'র ধর্ষণের দু'বছর ঘুরে আরও একটা ১৬ই ডিসেম্বর...
নির্ভয়া'র কিছু বলার ছিল। না বলা কথাগুলো আসুন, আজ আমরা বলি, সাহস করে।
হাতে হাত, কাঁধে কাঁধ রেখে...
শেষ দেখেই থামতে চাই...বা বলা ভাল, আরো এগোতে চাই.
সময় দ্রুত পেরিয়ে যায়। ঘটনা-দূর্ঘটনা জীর্ণ আমাদের বেঁচে থাকা গুলোও আবারো পানসে ছন্দে ফিরে আসে। আস্তে আস্তে ভুলেই যাই প্রায়, আমি'রা সব্বাই সেদিন পথে নেমেছিলাম। কেউ কেউ সশরীরে, কেউবা অন্য অনেক অচেনা অজানার জনসমুদ্র-এর সাথে ভার্চুয়াল দুনিয়ার মিছিলে সামিল হয়ে। একটা শেষ দেখে নেওয়ার নাছোড় তাগিদ ছিল, আমাদের সব্বার। হঠাৎ করে পাহাড় ভাঙলে এমনটাই হয়। তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়। 'আচ্ছে দিন!' চড়া দামে বিক্কিরি হয়। আবার বিছানায় ফেরার আগের মুহূর্তেই ফিনিক্সের মত আবার রাস্তায় কলরব। ধর্ষণ-যৌন হিংসাকে স্বাভাবিক অভ্যেস হতে দিচ্ছিনা। তাই আবারো রাস্তায়। দিল্লীর নির্ভয়া'কে মনে রেখে। পিতৃতন্ত্রের গর্ভগৃহ ভাঙতে রাজপথ কলরব মুখর হবে। দিল্লীতে দামিনী ওরফে নির্ভয়া'র ধর্ষণের দু'বছর ঘুরে আরও একটা ১৬ই ডিসেম্বর...
নির্ভয়া'র কিছু বলার ছিল। না বলা কথাগুলো আসুন, আজ আমরা বলি, সাহস করে।
হাতে হাত, কাঁধে কাঁধ রেখে...
শেষ দেখেই থামতে চাই...বা বলা ভাল, আরো এগোতে চাই.