Politics of revenge is the basic capital of terror and it kills humanity.
eminent Bengali blogger Sushant kar writes.
Palash Biswas
প্রতিশোধের রাজনীতি বেশিদূর এগোয় না, সে গেল দেড় দশকের পাকিস্তান সহ গোটা মধ্যপ্রাচ্যের উপলব্ধি হওয়া উচিত। এরা সন্ত্রাস যত ছড়িয়েছে যুদ্ধবাজ আমেরিকার যুদ্ধবাণিজ্য ছড়িয়েছে তত। আমেরিকা যে এখানে একটা অনুঘটক সেইদিকে নজর ফেরাতে চাইলেই অবশ্য অনেকেই এর মধ্যে সন্ত্রাসবাদের সমর্থন খুঁজে পাবেন। এই হামলাকে শুধু মুর্খেরাই সমর্থন করতে পারে। কিন্তু শুধু নিন্দে করলেই থেমে যাবে সন্ত্রাসবাদ এই ভাবনাও খুব কাজের ভাবনা হবে না। বলা হয়ে থাকে, এরা দুনিয়ার সমস্ত 'কাফের'দের শত্রু----তবে মরে কেন মুসলমান? বলা হয়ে থাকে পাকিস্তান সেনা এদের মদত দিয়ে থাকে, তবে হামলা কেন হলো সেনা স্কুলে? পাক সেনা যদি সন্ত্রাসকে মদতই দিয়ে থাকে মার্কিনিরা কেন তাদের মিত্র করে রাখে? এমন অনেক বেয়াড়া প্রশ্ন আছে যার উত্তর সন্ধান করা জরুরি। এই প্রশ্নওতো অনেকে করেন না, ২৬/১১র পরে ভারতে আওয়াজ উঠেছিল পাকিস্তানে হামলা করবার জন্যে । তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেন মুম্বাই এসে সেই কাজ করতে মানা করে ছিলেন? বস্তুত সন্ত্রাসবাদ নিয়ে কোনো দেশেই কোনোদিন খোলামেলা আলোচনার কোনো পরিবেশই থাকে না। থাকলে সন্ত্রাসবাদ থাকতই না।