বরিশালে নার্সদের ওপর চড়াও পুলিশ, আহত ৪০, আটক ১৪
বরিশালে সড়ক অবরোধকারী ইনস্টিটিউট অ্যান্ড হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় ৩ পুলিশ কনস্টেবল সহ ৪০ জন আহত হন। গতকাল সকাল ১১টার দিকে নগরীর বান্দরোড শেবাচিম হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ১৪ শিক্ষার্র্থীকে আটক করে পুলিশ। আহত শিক্ষার্থীদের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, অবিলম্বে 'বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড'গঠন, ৪ বছর মেয়াদি ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি কোর্স চালু, নতুন পদ সৃষ্টি, আইনগত সমস্য নিষ্পত্তি, সরকারি চাকরিতে ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মসিস্টদের ২য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পদমর্যাদা, উচ্চশিক্ষা সমপ্রসারণে বিএসসি ও এমএমসি কোর্স চালু, Bangladesh University of Medical Science and Technology গঠন করাসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সকাল ১০টায় শিক্ষার্থীরা বান্দরোডে মানববন্ধন শুরু করে।
http://www.amardeshonline.com/