Dhaka daily dish, 180th Issue, 3rd Dec '14
Dear allAnother fine feature from respected senior-most JournalistMr Serajur Rahman, former Chief of Bangla Service, BBC, London.With all his experience and expertise in media for a prolonged period of almost half century– he is indeed a living legend in his sphere. His analysis and comments matter a lot to intelligentsia. Thanks.Haque, Lowell, MA, USA. সময়ের ভাবনা
জমিদারের জিয়াফত এবং গাধা ও গাজরের কাহিনী
সিরাজুর রহমান,28 Nov 14, Naya Diganta, Post Editorial
অনেক দিন আগের এক কলামে লিখেছিলাম এই সত্যি কাহিনীটি । পুনরুক্তির জন্য
সহৃদয় পাঠকের ক্ষমা পাবো , আশা করি । আমার ছোটবেলায় আমাদেরই এলাকায়
ঘটেছিল ব্যাপারটা । চৌধুরী জমিদারদের বাড়িতে বিয়ে । সাত গ্রামের মানুষকে
জিয়াফতে দাওয়াত দেয়া হয়েছে ঢোল পিটিয়ে । সাধারণ মানুষ প্রায়ই অর্ধভুক্ত -
অভুক্ত থাকে । অন্যরাও আগের দিন থেকে না খেয়ে ছিল । চৌধুরীবাড়ির জিয়াফত।
পেট ভরে ভালো - মন্দ মণ্ডা - মেঠাই খাবে । ……….
এ দিকে মন্ত্রী ও আওয়ামী লীগের কোনো কোনো নেতার ঔদ্ধত্য অনেক বেড়ে গেছে
চুনোপুঁটি মন্ত্রীরাও এখন মানুষকে ভয় দেখাচ্ছেন । এত দিন ভয় দেখাচ্ছিল ক্যাডারেরা ।
বাংলাদেশে অমুককে কবর দেয়া যাবে না , তমুকের জানাজা হবে না । পিয়াস করিম
ও অন্য সত্যভাষীদের লাশ শহীদ মিনারে নেয়া যাবে না । এখন হুমকি নিয়ে ময়দানে
নেমেছেন মন্ত্রীরা । কারোই বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে , তারা মহা দুশ্চিন্তায়
আছেন । চাকরি আর বেশি দিন নেই । ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিসহ বহু
অপকর্ম করেছেন অনেকে । ' হিসাব দেয়ার এসেছে সময় । গদি গেলে সেসবের তদন্ত
হবেই এবং তখন কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদের । তা ছাড়া বহু অত্যাচার আর
নির্যাতন করা হয়েছে । ভুক্তভোগীরা আদালতের বিচারের মুখ চেয়ে থাকবেন । তবে
অনেকের ধৈর্যের বাঁধ ভেঙেও যেতে পারে । ধারণা করা যায় , দুশ্চিন্তায় রাতে মন্ত্রীদের
ঘুম হয় না । বিনিদ্র রজনী জেগে তারা মকশো করেন সকালে ওঠে খালেদা জিয়ার
বিরুদ্ধে কী গালিগালাজ করবেন । এক প্রতিমন্ত্রী বলেছেন , যারা জয় বাংলা স্লোগান
দেবে না , তাদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না । এক কালের গডফাদার খ্যাত
আরেক মন্ত্রী বলেছেন , বিএনপিকে দেশছাড়া করতে হবে । ' যেন বাংলাদেশ তাদের
বাপের সম্পত্তি । আল্লাহ যাদের ধ্বংস করতে চান তাদের আগে উন্মাদ করে দেন ।
আর বাংলা প্রবাদেও আছে , ' অতি বাড় বেড়ো না ঝড়ে উড়ে যাবে ' । । ।