বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়,
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
প্রধানমন্ত্রীর কার্যালয়,
তেজগাঁও, ঢাকা,
বাংলাদেশ।
বিষযঃ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা সদর বেসরকারী মহাবিদ্যালয়কে সরকারীকরন বা জাতীয়করন করার জন্য সবিনয় প্রার্থনা পত্র।
দেশ রত্ন,
যথাযোগ্য মর্যাদা ও সম্মান প্রদর্শন পুর্বক বিনীত নিবেদন এই যে, আমরা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা গনমানুষের সকল স্তরের শ্রম-পেশাজীবি বাসিন্দা, আমাদের স্বর্ণময় শান্তিপুর্ন ও আওয়ামী মহাজোট সরকারের একচেটিয়া সমার্থক এলাকা ডুমুরিয়া উপজেলা। ডুমুরিয়া উপজেলা সদর বেসরকারী মহাবিদ্যালয়টি প্রাচীনতম বেসরকারী মহাবিদ্যালয়ের খুলনা জেলার মধ্যে অন্যতম একটি বেসরকারী মহাবিদ্যালয়। বেসরকারী এই মহাবিদ্যালয়টিতে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পরীক্ষার কেন্দ্রসহ বর্তমান উচ্চ মাধ্যমিক, ডিগ্রী কোর্স, এইচ. এস. সি, বি. এম কারিগরি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচ. এস. সি. প্রোগ্রাম সমুহ চালু আছে। ডুমুরিয়া উপজেলা সদর বেসরকারী মহাবিদ্যালয়টিতে ২০০০(দুই হাজার)এর বেশি ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। ডুমুরিয়া উপজেলা সদর বেসরকারী মহাবিদ্যালয়টি খুলনা-সাতক্ষীরা জেলার মহাসড়কের দক্ষিণ সংলগ্ন ও ভৌগোলিক দিক দিয়ে ডুমুরিয়া উপজেলার মুল কেন্দ্র বিন্দুতে অবস্থিত। পশ্চিমে সাতক্ষীরা জেলা, দক্ষিণে সুন্দরবন, পুর্বে খুলনা বিভাগীয় ও জেলার মুল শহর, উত্তরে যশোর জেলা। যোগাযোগ ব্যবস্থা উন্নত ও প্রাকৃতিক দুর্যোগ শঙ্কামুক্ত এলাকা দিক থেকে বিবেচনা করে ডুমুরিয়া উপজেলাসহ পার্শ্ববর্তী জেলার উপজেলা থেকেও প্রচুর ছাত্র-ছাত্রী এই বেসরকারী মহাবিদ্যালয়ে অধ্যয়নরত আছে। ডুমুরিয়া উপজেলাসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অনেক জ্ঞানী গুনি সুধীজনেরা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এই বেসরকারী মহাবিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেছেন। প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বেসরকারী মহাবিদ্যালয়ে একটি ক্যাম্পাস ও একটি সুবিশাল পুকুরসহ বৃক্ষরাজ দ্বারা পরিবেষ্টিত প্রচুর জায়গা আছে। বেসরকারী মহাবিদ্যালয়ের খুব নিকটেই ডুমুরিয়া উপজেলা সদর বাজারসহ সোনালি ব্যাংক লিঃ, বাংলাদেশ কৃষি ব্যাংক, ডিজিটাল পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডুমুরিয়া উপজেলা পর্যায়ের সকল সরকারী অফিস গুলো ও বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও, বেসরকারী অফিসসহ, সুবিশাল অডিটোরিয়াম বিদ্যমান। খুলনা বিভাগীয় ও জেলা সদর শহরের সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান থাকায় ডুমুরিয়া উপজেলা সদর বেসরকারী মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ তথা স্থানীয় শ্রম-পেশাজীবি সর্বস্তরের জনমানুষের দীর্ঘদিনের প্রানের অন্যতম দাবি বেসরকারী মহাবিদ্যালয়টি সরকারীকরনের।
উল্লেখ্য, ডুমুরিয়া উপজেলা সদর বেসরকারী মহাবিদ্যালয়টি সরকারীকরন বা জাতীয়করন করা হলে ভৌত অবকাঠামোগত নির্মাণে উন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে সরকারের আর্থিক ব্যয় কম হবে। তাছাড়া, বেসরকারী মহাবিদ্যালয়টি সরকারীকরনের ফলে স্থানীয় জনসাধারণসহ কোমলমতি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবিপুরনসহ আশা-আখাংখার প্রতিফলন ঘটবে এবং মেধাবী শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন ও উন্নয়ন সাধিত হবে।
বিশেষ ভাবে উল্লেখ্য যে, ডুমুরিয়া উপজেলা সদর বেসরকারী মহাবিদ্যালয়ের যে সকল শিক্ষক বৃন্দ আছেন তারা আওয়ামী মহাজোট সরকারের গুনগ্রাহী। জামায়াত-বিএনপি সরকারের সময় অনেক বর্বরতা নির্যাতন সহ্য করে ডুমুরিয়া উপজেলা সদর বেসরকারী মহাবিদ্যালয়টিকে টিকায়ে রেখেছেন। খুলনা ৫ আসনের সাবেক সাংসদ ফুলতলা উপজেলার নাগরিক জামায়াত ইসলামের খুলনা জেলার আমীর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এর ততকালীন মদদপুষ্ট অধ্যক্ষ মোঃ গোলাম হায়দারকে বর্তমান আওয়ামী মহাজোট সরকার বিরোধী কর্মকাণ্ড করায় অন্যান্য সকল অধ্যাপকসহ সহযোগী অধ্যাপক বৃন্দ উক্ত অধ্যক্ষকে আইনে সোপর্দ করেছেন এবং জেলহাজতে আছে। ডুমুরিয়া উপজেলা সদর বেসরকারী মহাবিদ্যালয়ের শিক্ষক বৃন্দরা আপনার ও আপনার আওয়ামী সরকারের একান্ত শ্রদ্ধাভাজন হওয়ায় তাদের মোবাইল নম্বরে চাঁদা দাবি ও জীবন নাশের হুমকি দিচ্ছে গডফাদার জামায়াত শিবির ও জঙ্গীবাদী সংগঠন গুলো।
এমতাবস্থায়, শ্রদ্ধেয় মহোদয় আপনার একান্ত সহযোগিতা ও ইচ্ছায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সকল শ্রেণী-পেশাজীবি মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবিতে ডুমুরিয়া উপজেলা সদর বেসরকারী মহাবিদ্যালয়টিকে সরকারীকরন বা জাতীয়করনের জন্য যথাযোগ্য জরুরী ব্যবস্থা গ্রহণ করত সবিনয় প্রার্থনা করছি।
আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ডুমুরিয়া উপজেলা আওয়ামীবাসি।
সবিনয় নিবেদক,---
ডুমুরিয়া উপজেলা বাসির পক্ষে:-
অমরেশ গাইন,
পিতাঃ অসিত গাইন,
গ্রামঃ কুশারহুলা,
ডাকঘরঃ ঘোনাবান্দা,
ইউনিয়নঃ ১০নং ভান্ডারপাড়া, উপজেলাঃ ডুমুরিয়া,
জেলাঃ খুলনা।
ফোন নম্বরঃ 01728450787
তারিখঃ 31/07/2015 ইংরেজি।