জামাতুল মুজাহিদিন নামে পোস্টার করার ঘটনায় হিন্দু যুবক আটক
Image may be NSFW.Clik here to view.

অবশেষে রহস্য উন্মোচিত হল জামাতুল মুজাহিদিন'র নামে পোস্টার করার ঘটনার। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অমিয় সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে। কোলকাতার একটি কলেজের বি কম প্রথম বর্ষের ছাত্র ধৃত অমিয়।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিসি শিবানী তেওয়ারি জানান, তদন্তে জানা যায় ১৯ বছর বয়সী ওই কলেজ ছাত্রের নাম। তবে এই ঘটনায় কোনো জঙ্গি যোগসূত্র পাওয়া যায়নি।
গত ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাজারহাট থানা এলাকার বিষ্ণুপুরে একটি স্কুল সংলগ্ন দেওয়ালে হঠাৎ করেই জামাত-উল-মুজাহিদিনের নামে পোস্টার দেখতে পাওয়া যায়। তাতে ১৮ বছরের এক কিশোরীকে মানববোমা হিসাবে ব্যবহার করার হুমকি দেয়া হয়। দুটি মোবাইল নম্বরেরও ইঙ্গিত ছিল ওই পোস্টারে। এছাড়াও সাঙ্কেতিক ভাষা ব্যবহার করে একটি নাম ও ফোন নম্বর দেয়া ছিল ওই পোস্টারে।
হাতে লেখা ওই পোস্টারে বলা হয়েছিল, তোমরা আমাদের আর আটকাতে পারবে না। আমরা পশ্চিমবঙ্গের সব জায়গাতে ছড়িয়ে আছি। ১৮-১৯ বছরের ছেলে মেয়েদেরকেই ব্যবহার করব। প্রথম বিস্ফোরণ করব শিয়ালদহ স্টেশনের কাছে। নজর রাখছি ১৮ বছরের একটি মেয়ের ওপর। যেকোনো সময় ধরে মানব বোমায় পরিণত করব। মেয়েটির ব্যাপারে সব জানি। এরপরেই সাঙ্কেতিক কয়েকটি নম্বর দেয়া হয় ওই পোস্টারে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
http://www.kalerkantho.com/online/world/2014/12/02/157998