Quantcast
Viewing all articles
Browse latest Browse all 6050

হীরক রানী হেঁকে দিলেন জেলের মধ্যে নাটক ! আত্মঘাতী হতে চেয়ে কুনাল হলেন আটক।



হীরক রানী হেঁকে দিলেন জেলের মধ্যে নাটক !
আত্মঘাতী হতে চেয়ে কুনাল হলেন আটক। 
ঘুমের ওষুধ পেটে পড়লে চোখ হয় নাকি বন্ধ ?
দিদির মত তিনিও ভাবেন বঙ্গ বাসী অন্ধ !
হীরক রানী নির্দয় নন কোটিকোটি দেব JOB ,
মাঝে মধ্যে আমোদপ্রমোদ ভরসা ফুর্তি উৎসব !
,
সুশীল সমাজ নিদ্রা গেছে , জাগ্রত পশুখামার। 
কাঁকপ্রসন্ন অছ্যুত হয় , মগজে বসেছে জ্যামার। 
রানীর চেয়ার হেব্বি দামি ,দাম খানা খুব চড়া ,
জল পড়লে মুছে দেন কবি , কালিঘাটে বাঁধা নাড়া !
সবই আছে হীরক রাজ্যে , করলে তৈল মালিশ ,
স্বর্গের নীচে মানুষ ছিল , এখন টেবিলের নীচে পুলিশ !

LikeLike ·  · Share

Viewing all articles
Browse latest Browse all 6050

Trending Articles