Quantcast
Channel: My story Troubled Galaxy Destroyed dreams
Viewing all articles
Browse latest Browse all 6050

পরাধীন বহুজনঃ শরদিন্দু উদ্দীপন

$
0
0

এ কোন গণতন্ত্র যেখানে ৮৫% শতাংশ মানুষের সংস্কৃতি রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়?

এ কোন গণতন্ত্র যেখানে মত প্রকাশের অধিকার থাকবে না?

এ কোন গণতন্ত্র যেখানে প্রকৃত ইতিহাসের চর্চা করা যাবে না?

এ কোন গণতন্ত্র যেখানে স্বাধীন ভাবে ধর্ম পালন করা যাবে না?


শরদিন্দু উদ্দীপন

অল ইন্ডিয়া স্টুডেন্টস ফোরামের নেতৃত্বে গত কয়েক বছরের মত এবারেও মহিষাসুর সাহদত দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লীর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। সেই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কাবেরী  ছাত্রাবাসের সামনে চলে এই অনুষ্ঠান পালনের আয়োজন। ফরওয়ার্ড প্রেসের সম্পাদক আইবন কোস্টের সম্পাদনায় ঐতিহাসিক তথ্য সহ প্রকাশিত হয় মহিষাসুর সাহদাত(বহুজন) সংখ্যা। কিন্তু গত ৯ই অক্টোবরে ভোর ৪টের সময় দিল্লী পুলিশ ফরওয়ার্ড প্রেসের দপ্তরে হানা দিয়ে সমস্ত পত্রিকা বাজেয়াপ্ত করে এবং জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সামনে বিশেষ পিকেটিং শুরু করে।  ফরওয়ার্ড প্রেসের গাড়ির চালক সহ দুইজন কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। ফোরামের বিশিষ্ট নেতা জিতেন্দ্র যাদব ও ফরওয়ার্ড প্রেসের অন্যতম পরামর্শ দাতা প্রমোদ রঞ্জনকেও গ্রেপ্তার করার হুমকি দেওয়া হয়।

এই ঘটনায়  অল ইন্ডিয়া স্টুডেন্টস ফোরাম ও বহু বিশিষ্ট নিমন্ত্রিত অতিথিদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। অনুষ্ঠানের আয়োজন ঘিরে ঘোর অনিশ্চয়তা সৃষ্টি হয়। অসন্তোষ সৃষ্টি হয় ছাত্রছাত্রীদের মধ্যে। এই অবস্থায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করে যে ভারতে এ কোন গণতন্ত্র চলছে যেখানে ধর্মের নামে নরহত্যাকে প্রত্যক্ষ রাষ্ট্রীয় মর্যাদায় প্রোজেক্ট করা হচ্ছে? অশুভ শক্তি বিনাশের নামে ৮৫% মানুষের গণনায়কদের পুত্তলিকা জ্বালানো হচ্ছে? অন্যদিকে মূলনিবাসীরা তাদের সাংস্কৃতিক মর্যাদা, আত্ত নিয়ন্ত্রণের অধিকার, মত প্রকাশের অধিকার, স্বধম্ম পালনের ওধিকারের আয়োজন করলেই তার পিছনে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে! হুলিগানদের নামিয়ে দিয়ে মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে?

এ কোন গণতন্ত্র যেখানে ৮৫% শতাংশ মানুষের সংস্কৃতি রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়?

এ কোন গণতন্ত্র যেখানে মত প্রকাশের অধিকার থাকবে না?

এ কোন গণতন্ত্র যেখানে প্রকৃত ইতিহাসের চর্চা করা যাবে না?

এ কোন গণতন্ত্র যেখানে স্বাধীন ভাবে ধর্ম পালন করা যাবে না?

রাষ্ট্র পরিচালনার এই ঝোঁক থেকে কি মনে হয় না যে ভারত এখনো মনুবাদীদের কলোনি? মূলনিবাসীরা এখনো ১৫% মানুষের গোলাম? সাম- দাম- দন্ড- ভেদের নীতি এখনো সমানভাবে কার্যকর?

আশার কথা এই যে মনুবাদীদের ব্যপক ষড়যন্ত্র সত্ত্বেও নানা রাজ্য থেকে মহিষাসুর পরব উদযাপনের খবর আসছে। যথোচিত মর্যাদায় পালন হচ্ছে মহিষাসুর স্মরণ সভা ও "ধম্মবিজয়"র অনুষ্ঠান।    

      


Viewing all articles
Browse latest Browse all 6050

Trending Articles