'সংখ্যালঘুদের ৯০% জমি দখলে করেছে আ'লীগ'
হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টানদের ৯০% জমি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দখল করে রেখেছে বলে অভিযোগ করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের নেতারা। তারা অভিযোগ করেছেন, 'আওয়ামী লীগের ক্ষমতা যখনই নড়বড়ে হয়ে যায়, তখনই তারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়।'
জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার বিকেলে সংগঠনটির মানববন্ধন থেকে এই অভিযোগ করেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট গৌতম চক্রবর্তী। বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সাবেক ছাত্রনেতা জয়ন্তু কুমার কুণ্ডু, বৌদ্ধ নেতা সুশীল বড়ুয়া, মিল্টন বৈদ্য প্রমুখ।
ড. সুকোমল বড়ুয়া বলেন, 'সরকার একদিকে বলে তারা সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে তাদের এমপি-মন্ত্রীরাই হিন্দুদের সম্পত্তি দখল করছে। এই সরকার দ্বিমুখী আচরণ করে মানুষদের ধোঁকা দিচ্ছে।'
জয়ন্তু কুমার কুণ্ডু বলেন, 'এই দেশ সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে যুদ্ধ করে স্বাধীন করেছে। আজ হিন্দুদের বুকে পা দিয়ে ক্ষমতায় এসে আওয়ামী লীগ হিন্দুদের সম্পত্তি দখল করছে। এ দেশের কোনো বিবেকবান মানুষ আওয়ামী লীগের এই অন্যায় মেনে নেবে না।'
এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী সারাদেশে হিন্দু-বৌদ্ধ ও খ্রীষ্টানদের সম্পত্তি দখল ও তাদের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান।
Pl see my blogs;
Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!