Pl see my blogs;
Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!
SC/ST, OBCদের রিজার্ভেশন তুলে দেওয়া হোকঃ
জাতিগত দিক থেকে যারা নিজেদের উচ্চবর্ণ মনে করে সেই ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের সংখ্যা ভারতবর্ষে মাত্র ১৫%। অথচ এরা জমি, সরকারী চাকরী, ব্যবসা বানিজ্য এবং রাজনীতির সবটাই নিয়ন্ত্রণ করে। জনগণের ভাগিদারীর কথা বললেই এরা রিজার্ভেশনের দিকে আঙ্গুল তোলে।
আমরা বলি কি SC/ST, OBC দের জেনেরেল ক্যাটেগোরিতে এনে এই ১৫% মানুষের রিজার্ভেশন চালু করা হোক। জাতির শংসাপত্র তুলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যরা তাদের ভাগিদারী বুঝে নিক।
বাঙলায় বামুন বাদে কায়েত- বদ্যি (এরাও শূদ্র জাতির অংশ) সহ বাকি সকল পিছিয়ে পড়া জাতিকে এই জেনেরেল ক্যাটেগোরিতে রাখা যেতে পারে।