মুখ্যমন্ত্রী শিভরাজ সিংহ চৌহানের বিরুদ্ধে অনেক কিছু বলা হচ্ছিলো, ইস্তফা চাওয়া হচ্ছিলো আর উনি বারবার বলছিলেন যে তদন্ত করে সব সত্য বের করা হোক তারপর সব মেনে নেবেন, কিন্তু বিরোধীরা সেটা না মেনে ঝামেলা করছিলো, মানুষ তাদের আবার বুঝিয়ে দিলো যে দেশবিরোধীদের দেশের উন্নয়ন রোখার কুপ্রচেষ্টাকে তারা মেনে নেবেনা এবং জাতীয়তাবাদী ভাজপার পাশেই থাকবে এবং এই নির্বাচন যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল সেখানেই কংগ্রেস ধুয়েমুছে সাফ হয়ে গেছে অর্থাৎ আবারো বলছি যে মানুষ বিশ্বাস করছে যে ভাজপা কাজ করছে এবং করবে এবং সাংসদে ভাজপার উন্নয়নের চেষ্টার আর উন্নয়নের রাজনীতির বিরোধীদের বাস্তবের জমিতে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে, মানুষের এই অসন্তোষের প্রভাব আগামি সব নির্বাচনেই পরবে, বিহার নির্বাচনেও মানুষের এই অসন্তোষের আঁচ পরবে, সাংসদে ভাজপার উন্নয়নের প্রচেষ্টার বিরোধীদের মধ্যে সমাজবাদী দল, বাম, কংগ্রেসরাষ্ট্রীয় জনতা দল, ঐক্যবদ্ধ জনতা দল অর্থাৎ এক কথায় জনতা পরিবার আছে যারা বিহারে ভাজপার মোকাবিলায় চরম শত্রুদের সাথে স্বার্থবাদী জোট করেছে তারা সবাই জনতার এই অসন্তোষের আঁচে পুড়বে, মানুষ জাতিবাদি বিভেদের রাজনীতি চায়না, ভণ্ড ধর্মনিরপেক্ষতার রাজনীতি চায়না সেটা বুঝিয়ে দিচ্ছে কিন্তু বিরোধীদের তো বিরোধ করার কোন যুক্তিযুক্ত বিষয় নেই তাই ধ্বংস হবে জেনেও তাদের এই আত্মঘাতী রাজনীতি করতে হবে, তা কিছুজন এই প্রসঙ্গে বলল যে পশ্চিমবঙ্গেও একদা দীর্ঘ ৩৪ বছর দলতন্ত্র চলেছে, একের পর এক নির্বাচন বিরোধী শুন্য করে নির্বাচনে জিতেছে তাই নির্বাচনে জেতাটাই কি বড় কথা সেই প্রসঙ্গে বলি পশ্চিমবঙ্গে ক্ষমতায় যে যে দল ছিল সবাই Scientific Rigging করেছে, আর বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, কেরালা ইত্যাদি রাজ্যেই নির্বাচনের জন্য খুনের সংস্কৃতি আছে, কিন্তু এটা মানতেই হবে যে জাতীয় দল ভাজপা, কংগ্রেস শাসিত রাজ্যে সেই সংস্কৃতি নেই, কংগ্রেস যাও বা করেছে পশ্চিমবঙ্গে, ভাজপার সেরকম কোন অতীত নেই, মধ্যপ্রদেশ, গুজরাট ইত্যাদি ভাজপা শাসিত রাজ্যে ভাজপার সবচেয়ে বড় শত্রু কংগ্রেসও ভাজপা চোট্টামি করে জেতে এই বদনাম দিতে পারেনা, নির্বাচন দপ্তরও এই অপবাদ দিতে পারেনি জে ভাজপা চোট্টামি করে জেতে । তাই ধরে নেওয়া যেতেই পারে যে মানুষ নির্বিঘ্নে ভাজপার পক্ষে নিজের মত প্রকাশ করেছেন । নরেন্দ্র মোদী ঠিকই বলেছিলেন যে তার সবচেয়ে বড় প্রচারক রাহুল গান্ধী, যেখানে রাহুল গান্ধী প্রচারে যাবেন সেখানে কংগ্রেসের হার নিশ্চিত । grin emoticon
http://thenamopatrika.com/voters-slapped-fake-vyapam-alleg…/
http://www.ndtv.com/…/amid-vyapam-heat-bjp-sweeps-madhya-pr…
http://www.india.com/…/madhya-pradesh-civic-body-polls-bjp…/
http://timesofindia.indiatimes.com/…/articlesh…/48501303.cms
http://www.news18.com/…/mp-civic-polls-results-bjp-register…
http://www.hindustantimes.com/…/bjp-s…/article1-1294416.aspx
http://www.dailymail.co.uk/…/QUICK-EDIT-Rahul-s-tactics-hel…