Quantcast
Viewing all articles
Browse latest Browse all 6050

বাঁদরের বাঁদরামি!MON Key Yoga!

বাঁদরের বাঁদরামি!

যশোদাবেনজীকে বিয়োগ করে রাজপথে রমনী যোগে যোগ করছেন প্রধানমন্ত্রী নমোজী।
আজ ফেকুজী যোগ করতে গিয়ে এক্কেয়ারে বিয়োগ করে ফেলেছেন। একটা সাধারণ যোগ করতে গিয়ে চাট্টা বিয়োগ!
ছবিতে মোদীর বিয়োগঃ
১) শরীরটা লম্বভাবে থাকার কথা যেমন আশেপাশের রমনীদের রয়েছে।
কিন্তু যোগীজী শরীরটা বক্রভাবে এলিয়ে ফেলেছেন।

২) মেঝের উপর ডান হাতটি বাঁ পায়ের সাথে সমান্তরালভাবে রাখা উচিত।
অশিক্ষিত মোদী, ডান হাতটি মেঝের উপর না রেখে হাঁটুতে থাকা বুদ্ধি আঁকড়ে ধরেছেন।

৩) মাথাটি পেছনদিকে ঘোরানো উচিত ছিল।
ধাপ্পাবাজের মাথাটি বাঁ দিকে ঘোরানো, গাধার মতই পেছনে ঘোরাতে পারেননি।

৪) পশ্চাদ্দেশের সাথে ডান হাতের দূরত্ব খুবই কম হওয়া দরকার।
মোদীজী নিজের 'পাছার'থেকে হাতের দূরত্ব অনেক বেশি রেখেছেন।

ছবিতে মোদীজীই হলেন যোগ লিডার। একবার ভেবে দেখুন, এমন ভুলভাল লোক যোগ লিডারের সাথে আবার আমাদের দেশের লিডার! 
মোদীজী, একটা যোগাসন করতে গিয়ে এতভুল! 
আপনি বরং যোগ ছেড়ে আপাতত আসনেই বসে থাকুন। আদবানীজীর ভবিষ্যৎবাণী মিলে গেলে তখন আবার এই আসনও আর থাকবেনা।


Viewing all articles
Browse latest Browse all 6050

Trending Articles