Quantcast
Channel: My story Troubled Galaxy Destroyed dreams
Viewing all articles
Browse latest Browse all 6050

অতি বাড় বেড় না ঝড়ে পড়ে যাবে..................

$
0
0

অতি বাড় বেড় না ঝড়ে পড়ে যাবে..................

''সংবিধান ও আইনের তোয়াক্কা না করে যে সব শক্তি গণতন্ত্রকে ধ্বংস করতে পারে, তাদেরই এখন বাড়বাড়ন্ত। রাজনৈতিক কর্তৃত্ব এখন আগের থেকে অনেক বেশি পরিণত। কিন্তু তাতে কিছু খামতি থাকায়, জরুরি অবস্থা যে আবার ফিরে আসবে না— এমনটা জোর দিয়ে বলা যায় না।''বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানীর এই বক্তব্য, সারা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বক্তব্যের এই অংশ ''সংবিধান ও আইনের তোয়াক্কা না করে যে সব শক্তি গণতন্ত্রকে ধ্বংস করতে পারে, তাদেরই এখন বাড়বাড়ন্ত।''যে কতটা প্রাসঙ্গিক তা আর বলার অপেক্ষা রাখে না । তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে বড়, মেজ, সেজ, ছোট নেতা নেত্রী, সাংসদ, বিধায়ক এবং মা মাটি মানুষের সরকারের মন্ত্রী সান্ত্রী সবাই দেশের সংবিধান ও আইনের তোয়াক্কা না করে মমতাবিধান ও মমতা আইনের বলে বলীয়ান হয়ে বাড়তে বাড়তে প্রায় আকাশ স্পর্শ করতে চলেছে । ওদের কাছে Sky is the limit. বাড়ছে বাড়ুক, বাড়তে বাড়তে আকাশ যদি স্পর্শ করে করুক । তবে সুপ্রিমো মমতা ব্যানার্জি থেকে শুরু করে সব স্তরের নেতা নেত্রী, মন্ত্রী সান্ত্রী সবাই এই কথাটা, অতি বাড় বেড় না ঝড়ে পড়ে যাবে, যেন মনে রাখে । ঝড় আসছে । তার ইঙ্গিতও সাম্প্রতিক পৌর নির্বাচনে কিছুটা হলেও পাওয়া গিয়েছে । সময় থাকতে সতর্ক হলে ভালই, না হলে মানুষের প্রতিবাদের ও প্রতিরোধের ঝড়ে খড়কুটোর মতো উড়ে যেতে হবে ।


Viewing all articles
Browse latest Browse all 6050

Trending Articles