Jakir Akondভাইয়েরা ভারত আমাদের সীমানা চুকতি করার পর,শুধু নির্বোধ বাংলাদেশী রাজাকাররাই উললাশ প্রকাশকরে,এটার ফলে বাকী যে ছয় কিলোমিটার সীমানা আছে সেটায় কাটাতরের বেড়া দিতে আর কোন বাধা থাকলোনা এবার সুনামি হলে বাচার কি কোন উপায় থাকবে?
Sp Masum Ahmed Tomalইহুদী ও খ্রীষ্টানরা কখনই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন। বলে দিন, যে পথ আল্লাহ প্রদর্শন করেন, তাই হল সরল পথ। যদি আপনি তাদের আকাঙ্খাসমূহের অনুসরণ করেন, ঐ জ্ঞান লাভের পর, যা আপনার কাছে পৌঁছেছে, তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই। ( সূরা আল বাক্বারাহ:১২০)
আল্লাহর তরবারিজনগণের প্রত্যাশা পূরণ হউক আর না হউক তাতে ধর্মনিরপেক্ষ ইবলিশ শয়তানের অনুসারী আওয়ামী সৈরাচার(খাঁটি দেশদ্রোহী) তাদের কি আসে যায়.....!!...See More