Quantcast
Viewing all articles
Browse latest Browse all 6050

Bangladesh complains,energy sector hijacked by Indian companies!

বিদ্যুৎ বিশেষজ্ঞ ও পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমাতুল্লাহ যুগান্তরকে বলেন, যেভাবে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র ভারতের হাতে চলে যাচ্ছে তাতে বিদ্যুৎ সেক্টরে বাংলাদেশ ভারতের কলোনিতে পরিণত হবে। বিদ্যুৎ সেক্টরে বাংলাদেশ ভারতের কাছে জিম্মি হয়ে পড়বে। তার মতে, ভারতে যদি কখনও সরকার পরিবর্তন হয় আর ওই সরকার যদি কোনো কারণে বাংলাদেশবিরোধী হয় তাহলে শুধু এই বিদ্যুৎ খাত দিয়ে পুরো দেশ ও সরকারকে জিম্মি করতে পারবে। বিদ্যুৎ কেন্দ্রগুলোর অপারেশন কন্ট্রোল ভারতের কোম্পানিগুলোর হাতে থাকলে তারা যা ইচ্ছা তা করতে পারবে। তিনি বলেন, বাংলাদেশে বিদ্যুৎ খাতে বিনিয়োগ করার মতো অসংখ্য শিল্পপতি আছেন। তাদের যদি এভাবে সহজ শর্তে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ দেয়া হতো তাহলে উৎপাদন আরও দ্রুত বাড়ত। http://www.jugantor.com/first-page/2015/06/07/274804


Viewing all articles
Browse latest Browse all 6050

Trending Articles