↧
ইয়োগা প্রধানমন্ত্রী'-- এরই মধ্যে তাঁর নামের সাথে যুক্ত হয়ে গেছে এই তকমা। হবে নাই বা কেন! তার দেওয়া প্রস্তাব মেনে নিয়েই তো জাতিসংঘ ২১ জুন তারিখকে 'আন্তর্জাতিক ইয়োগা দিবস'হিসেবে ঘোষণা দিয়েছে। হ্যাঁ, তিনি ভারতের ইতিহাসের অন্যতম ক্যারিশম্যাটিক প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি।
২১ জুন 'আন্তর্জাতিক ইয়োগা দিবস'টি যখন বিশ্বব্যাপী পালিত হবে, তখন মোদি কি আর বাসভবনে বসে বা নিজ কার্যালয়ে বসে অন্যদের মতো গতানুগতিকভাবে দিনটি পালন করবেন, তা কি হয়! হ্যাঁ, মোদি ওইদিন জনসমক্ষে ইয়োগা অনুশীলন করবেন।
আমার সবিনয় নিবেদন আমাদের দেশের সকল স্তরের নাগরিকদের প্রতি-
চলুন সেদিন কর্পোরেট মিডিয়ার সারাদিন ব্যাপী প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী'যোগাসন দেখি, যোগাসন করি- আচ্ছেদিনের পরম সুখ লাভ করি।