Quantcast
Viewing all articles
Browse latest Browse all 6050

ছাত্রলীগের লাগামহীন কর্মকাণ্ড

ছাত্রলীগের লাগামহীন কর্মকাণ্ড

Image may be NSFW.
Clik here to view.
Image result for ​ ছাত্রলীগ




আওয়ামী লীগের নেতাদের মতে,বর্তমান সরকারকে তার আগের মেয়াদের ৫ বছর এবং বতর্মানের দেড় বছরে যেসব বিতর্কিত কমকাণ্ডের মুখোমুখি হতে হয়েছে তার বেশিরভাগই ঘটেছে ছাত্রলীগের হাত ধরে। খুনোখুনি, চাঁদাবাজি, সন্ত্রাস, যৌন হয়রানি, দখল থেকে শুরু করে ছিনতাই, অপহরণ-এহেন কোনও অপকর্ম খুজে পাওয়া যাবে না, যার সঙ্গে কোনও না কোনওভাবে ছাত্রলীগের সম্পৃক্ততা নেই।

আওয়ামী লীগ ও সরকারের মন্ত্রীদের বক্তব্য-সরকার তার দুই মেয়াদে প্রতিটি সেক্টরে ব্যাপক অগ্রগতি অর্জন করতে সক্ষম হলেও হাতে গোনা দু'চারটি কারণে এসব অর্জন ম্লান হয়ে গেছে। তালিকা করলে ছাত্রলীগের কর্মকাণ্ড আসবে তার প্রথম দিকে।ছাত্রলীগের প্রতিদিনকার ঘটনা পর্যালোচনা করলে দেখা যাবে, দেশের কোথাও না কোথাও ছাত্রলীগের অপকর্মের খবর পাওয়া যাবে। প্রতিপক্ষের ওপর হামলা, নিজ সংগঠনের সঙ্গে মারামারি, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অপমান-অপদস্ত ছাত্রলীগের নিত্যদিনের কর্মকাণ্ড হিসেবে পরিচিতি পেয়েছে। সংগঠনটির সম্মেলনের তারিখ ঘোষণা করেও নিবৃত্ত করা যাচ্ছে না তাদের। আগামী ২৫ ও ২৬ জুলাই তারিখ নির্ধারণ করে গত ৯ মে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের সম্মেলনের ঘোষণা দেওয়ার ৪ দিনের মাথায় টাঙ্গাইলের ভাষাণী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্র নিহত হয়।


​Full Text:​

http://www.banglatribune.com/news/show/99642

__._,_.___

Viewing all articles
Browse latest Browse all 6050

Trending Articles