পাঁচ বছরে লাগামছাড়া খুন : Last 5 years see steady rise in murders
Image may be NSFW.
Clik here to view.
http://www.dhakatribune.com/bangladesh/2015/may/23/last-5-years-see-steady-rise-murders
গত পাঁচ বছরে দেশে খুনের হার বেড়েছে আশঙ্কাজনক হারে। আর এর মধ্যে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়।পুলিশ সদরদফতরের দেওয়া তথ্যমতে, ২০১৫ সালের প্রথম চার মাসেই দেশে মোট ১৩০২ জন খুন হন। জানুয়ারিতে ৩২৯, ফেব্রুয়ারিতে ৩০৯, মার্চে ৩৩৭ ও এপ্রিলে ৩২৭ জন। আর এর মধ্যে ঢাকা রেঞ্জে খুন হয়েছে- জানুয়ারিতে ১০০, ফেব্রুয়ারিতে ৯৩, মার্চে ১১৪ ও এপ্রিলে ৯৮ জন।অপরাধ বিশ্লেষকদের মতে, এ বছরের প্রথমার্ধের বেশিরভাগ সময় পুলিশকে রাজনৈতিক অস্থিরতা নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয়েছিল যে তারা সাধারণ অপরাধগুলো সামলাতে পারেনি।