নাৎসি শাসন আমলে জার্মান কবি মার্টিন নিমোলা কনসেনট্রেশন ক্যাম্পে একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন। কবিতাটির মূল অংশ এ রকম :
'তারা যখন কমিউনিস্টদের ধরে নিয়ে যেতে এলো
আমি নীরব ছিলাম,
কারণ আমি কমিউনিস্ট নই।
তারা যখন শ্রমিক ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল
আমি কথা বলিনি
কারণ আমি শ্রমিক নই।
তারপর তারা ফিরে এলো ইহুদিদের ধরে নিয়ে যেতে
আমি চুপ করে ছিলাম,
কারণ আমি ইহুদি নই।
এবার তারা ফিরে এলো ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে,
আমি কোনো কথা বলিনি,
কারণ আমি ক্যাথলিক নই।
শেষবার তারা ফিরে এলো
আমাকে ধরে নিয়ে যেতে।
কেউ আমার পক্ষে কথা বলল না,
কারণ তখন আর কেউ বেঁচে ছিল না।'
একাত্তর থেকে দু'হাজার পনেরো
শিমুল বিশ্বাস
০৩ এপ্রিল ২০১৫,শুক্রবার, ১৯:০১
- See more at: একাত্তর থেকে দু'হাজার পনেরো | daily nayadiganta
__._,_.___