'গুলি করলেই টাকা'-ডা. জাফরুল্লাহ
'প্রতিনিয়ত সরকারি সন্ত্রাসী পুলিশবাহিনী সাধারণ মানুষকে গুলি করেই যাচ্ছে। আর সেই পুলিশবাহিনীর জন্য বরাদ্দ বাড়িয়েছে সরকার। মনে হচ্ছে যেন গুলি করলেই টাকা।'
Image may be NSFW.
Clik here to view.
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বুধবার বিকেলে আয়োজিত এক আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী এ মন্তব্য করেন। গুম খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে। 'গুমের ইতিহাস তৈরি হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে'মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'আমাদের সবচেয়ে প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলেই এই গুমের ইতিহাস তৈরি হয়েছে। ভারতীয় বাহিনীর আদলে তিনি রক্ষীবাহিনী গড়ে তুলেছিলেন। সেই বাহিনী যখন যাকে খুশি গুম করে দিত। এখন তো ক্ষমতায় তারই সন্তান। তিনিও সেই সংস্কৃতি অব্যাহত রেখেছেন।'তিনি বলেন, 'রাজনীতিতে প্রতিপক্ষ ও দ্বিমত থাকবেই। তার মানে তো তাকে হত্যা করে ফেলতে হবে- বিষয়টা এমন না।'