পিঁপড়া মেরে সুখ
...... মুহাম্মদ ইউসুফ
ফারাক্কাতে বাঁধ দিয়েছি
টিপাইমুখেও দেব !!
সবুজ নিয়ে বড়াই করিস ?
সবুজ কেড়ে নেব !!
ফাঁদ পেতেছি, বাঁধ দিয়েছি
পিঁপড়া মেরে সুখ !!
চেঁচাবি না, দেখবি কেবল
দাদার বিকট মুখ !!
নদীদখল, ভরাট, দূষণ
নদীমাতৃক বাংলাদেশে !!
পরিবেশের পতন দ্রুত
যাচ্ছি কোথায় সবাই শেষে ?
মরে যাচ্ছে, পচে যাচ্ছে নদী
বাঁচতেই চাও যদি ...
সাবধানী হও সাধু ...
২৭-০৩-২০১৫
ঢাকা, বাংলাদেশ ।