পুলিশ যোগাযোগ বন্ধ করে দিয়েছে ।ভিতর থেকে বারে বারে অনশনকারীরা ফোন করছেন, আমাদের জল বন্ধ করে দেওয়া হয়েছে , অনিতাদি বমি করতে গেছে পুলিশ বাথরুমের সামনে গিয়ে টোকা দিচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে আসুন । আমরা কেউ একটু পায়চারি করলে পুলিশ বলছে এই চুপ করে বসুন । মহিলা অনশনকারীরা কিছু বললে পুরুষ পুলিশ বলছেন আমরা কি আপনাদের প্যাড এনে দেব নাকি ? যারা হসপিটালে ভর্তি হয়েছিলেন তাদের আর ভিতরে যেতে দেওয়া হচ্ছে না । তারা ভগ্ন শরীর নিয়ে করুণাময়ীর কাছে খালপুলে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন । পুলিশ মাথার উপর ত্রিপল টাঙাতে দেয়নি ।
সরকারি ভবনের দখল নিয়েছেন সাধারন মানুষ । ৯৬ জন চাকরী প্রার্থী অনশনে বসেছেন SSC ভবনের মধ্যে । অনশন আজ 8০ ঘণ্টায় পড়লো ।পেট জ্বালিয়ে যারা চাকরীর অপেক্ষা করেছেন তাদের পুলিশ নীতি শেখাচ্ছেন, জানেন সরকারি দপ্তরে অনশন করা যায় না, আমরা কেস দেব ।
সরকারি দপ্তরটা মানুষের জন্য, তারা এরআগে দুবার অনশন করেছেন । শিক্ষামন্ত্রী, তাবড় নেতারা আশ্বাস দিয়েছিলেন চাকরী হয়ে যাবে । আজ তাই তারা সরকারি দপ্তরে ।
সংবাদমাধ্যম কিছু দেখাচ্ছে না
শেয়ার করুন
পাশে দাঁড়ান হবু মাষ্টারমশাইদের