RSS Hinduva Agenda abuses Rabindra and establishes him as Hindutva Brand sfresh.Pl see the report.
Palash Biswas
হিন্দুরাষ্ট্রের পক্ষে ছিলেন রবীন্দ্রনাথ !হিন্দুরাষ্ট্রের দাবিতে এ বার স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকেও টেনে নামিয়েছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। তার কথায়, বিশ্বকবি যে 'বিবিধের মাঝে মহামিলন'-এর কথা বলেছেন, তা হিন্দুরাষ্ট্রেই সম্ভব।
মধ্যপ্রদেশে আরএসএসের এক কর্মশালায় রবিবার এমনটাই মন্তব্য করেছেন মোহন। রবীন্দ্রনাথের 'স্বদেশী সমাজ'পাঠের অনুষঙ্গেই তার এই মন্তব্য। ব্রিটিশদের সমালোচনা ছাড়াও এই প্রবন্ধে হিন্দু-মুসলিমদের একজোট হওয়ার কথা বলেন বিশ্বকবি। এই প্রসঙ্গ উল্লেখ করে ভাগবত বলেন, রবীন্দ্রনাথ লিখেছিলেন, হিন্দু ও মুসলিমদের একে অপরের সঙ্গে লড়াই করার পরিবর্তে একটি উপায় খুঁজে বের করতে হবে। আর সেই উপায় হিন্দুরাষ্ট্র বলেও মন্তব্য করেছেন ভাগবত।
তার দাবি, হিন্দুত্ব মানে বৈচিত্র্যের মাঝে ঐক্য। মানুষ নিরাপত্তার অভাব বোধ করলে দেশ নিরাপদ হয় না। স্বাধীনতার এত বছর পরও ভারতের মানুষ এখনো দুর্দশাগ্রস্ত। ভাগবতের দাবি, নিরাপত্তার পাশাপাশি উন্নয়নের স্বার্থেও প্রয়োজন হিন্দুরাষ্ট্র।
ভাগবত তার বক্তৃতায় ইসরাইলের প্রশংসা করেন। প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন আক্রমণ মোকাবিলা করে সব দিক থেকেই ইসরাইল যেভাবে মাথা তুলে ধরেছে তার উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। সেই তুলনায় ভারতের অগ্রগতি অত্যন্ত শ্লথ বলেও দাবি করেন তিনি। দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে জনগণের মধ্যে দেশপ্রেমের বিকাশ ঘটানোর পরামর্শ দেন তিনি।
- See more at: http://dailynayadiganta.com/details.php?nayadiganta=MTAyNjIy&s=MzI%3D&t=%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A5#sthash.EcqWCfXz.dpuf