Quantcast
Channel: My story Troubled Galaxy Destroyed dreams
Viewing all 6050 articles
Browse latest View live

চট্টগ্রাম-মংলা বন্দর ব্যবহারে অনুমতি পাচ্ছে ভারত India allowed to use Chittagang and Mangla Ports in Bangladesh!

0
0

India allowed to use Chittagang and Mangla Ports in Bangladesh!

চট্টগ্রাম-মংলা বন্দর ব্যবহারে অনুমতি পাচ্ছে ভারত

     
চট্টগ্রাম-মংলা বন্দর ব্যবহারে অনুমতি পাচ্ছে ভারত

বাংলাদেশের মধ্য দিয়ে সেভেন সিস্টারে পণ্য পরিবহনে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে অনুমতি পাচ্ছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরের সময় এ-সংক্রান্ত 'লেটার অব এক্সচেঞ্জ'সই হওয়ার কথা রয়েছে। এর প্রস্তুতি হিসেবে আগামীকাল আনুষ্ঠানিকভাবে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। পররাষ্ট্র ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতকে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে অনুমতি দেয়া নিয়ে একটি লেটার অব এক্সচেঞ্জ তৈরি হয় ২০১১ সালের ৬ সেপ্টেম্বর। এতে ভারতের তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির স্বাক্ষর করার কথা ছিল। তবে তিস্তার পানিবণ্টন নিয়ে সৃষ্ট জটিলতায় শেষ মুহূর্তে এ লেটার অব এক্সচেঞ্জে স্বাক্ষর করেনি বাংলাদেশ। ফলে এখন আবার নতুন করে লেটার অব এক্সচেঞ্জে সই করবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টি নিয়ে বর্তমানে নৌ-পরিবহন মন্ত্রণালয় কাজ করছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের জানুয়ারিতে দিল্লি সফরকালে ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে দেয়ার বিষয়ে তার সম্মতির কথা জানান। একই সঙ্গে তিনি নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপনে ভারতের ভূখণ্ড ব্যবহারের ইচ্ছাও প্রকাশ করেন। শেখ হাসিনা ও ভারতের তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠকের পর প্রকাশিত যৌথ ইশতেহারে বিষয়টি উল্লেখ করা হয়। পরের বছর সেপ্টেম্বরে মনমোহন সিং ঢাকা সফরে এলে ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে সম্মতিপত্র সই করার কথা ছিল বাংলাদেশের। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে ভারত শেষ মুহূর্তে তিস্তার পানিবণ্টন চুক্তি সইয়ে অপারগতা প্রকাশ করলে বাংলাদেশও এ সম্মতিপত্র সইয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে। এ সময় ভারতীয় গণমাধ্যমে 'ভারত তিস্তায় পানি না দিলে বন্দর ব্যবহার করতে দেবে না বাংলাদেশ'শীর্ষক কিছু প্রতিবেদনও প্রকাশ হয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, এশিয়ার পূর্ব ও পশ্চিমের মূল সংযোগস্থলে অবস্থান করায় বাংলাদেশ ভৌগোলিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। আর ট্রানজিট-ট্রান্সশিপমেন্টের মূল কেন্দ্রস্থল হিসেবে এখনো তার পূর্ণ অর্থনৈতিক সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। ভারত দিয়ে শুরু হলে পরবর্তীতে এশিয়ার অন্য দেশগুলো বাংলাদেশকে কানেকটিং পয়েন্ট বিবেচনা করা শুরু করবে। তা সরাসরি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। ফলে সড়ক, নদীপথ এবং রেল উন্নয়ন ও নতুন সংযোগ নিয়ে যে প্রকল্পগুলো নেয়া হয়েছে, তা ভবিষ্যতে বাংলাদেশের জন্য লাভজনক হবে। আর যেহেতু বাংলাদেশ-ভারত অমীমাংসিত ইস্যুগুলো সমাধান হওয়া শুরু করেছে, তাই বাংলাদেশও নিজেকে উদারতার দিক থেকে এগিয়ে রাখতে চায়।

জানা গেছে, চট্টগ্রাম ও মংলা বন্দরের সঙ্গে ভারতের সরাসরি যোগাযোগ স্থাপনে বেশকিছু প্রকল্প হাতে নেয়া হচ্ছে। ত্রিপুরার সাবরুমের সঙ্গে বাংলাদেশের রামগড়ের যোগাযোগ স্থাপনে ভারত ৭০ কোটি টাকা ব্যয়ে ফেনী নদীর ওপর সেতু নির্মাণ করছে। ফলে চট্টগ্রাম বন্দর থেকে মাত্র ৭২ কিলোমিটার পথ অতিক্রম করলেই ত্রিপুরার সাবরুমে প্রবেশ করতে পারবে ভারতীয় পণ্য। এছাড়া আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেলসংযোগ স্থাপন করা হচ্ছে। এটি নির্মিত হলে চট্টগ্রাম বন্দর থেকে মালবাহী ওয়াগন আখাউড়া হয়ে সরাসরি ত্রিপুরার রাজধানী আগরতলায় চলে যেতে পারবে। ত্রিপুরা ব্যবহার করে ভারতের সাতটি রাজ্যে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সরাসরি আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।

এদিকে মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথটিকে পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এজন্য ৬৭৮ কোটি টাকার একটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকার দেবে ১২২ কোটি টাকা। বাকি ৫৫৬ কোটি টাকা ভারত সরকার বাংলাদেশকে ঋণ হিসেবে দেবে। রেল চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মিটার গেজ রেলপথটি ২০০২ সাল থেকে বন্ধ আছে। এ অবস্থায় সাড়ে ৫১ কিলোমিটার দৈর্ঘ্যের এ রেলপথটিকে আরো ৯ কিলোমিটার বাড়িয়ে ভারতীয় সীমান্ত করিমগঞ্জ পর্যন্ত ডুয়াল গেজে রূপান্তরিত করে চালু করলে বাংলাদেশ ভবিষ্যতে আঞ্চলিক রেলওয়ে নেটওয়ার্ক এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক উভয়ের সঙ্গেই যুক্ত হতে পারবে। ফলে আঞ্চলিক বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসার ঘটবে। এ পথটি চট্টগ্রাম বন্দর থেকে আখাউড়া-সিলেট হয়ে কমিরগঞ্জ সীমান্ত দিয়ে সরাসরি মেঘালয় রাজ্যে প্রবেশ করতে পারবে।

এদিকে বাগেরহাটের মংলা সমুদ্র বন্দরের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে খুলনা থেকে মংলা পর্যন্ত রেললাইন নির্মাণ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ২০১০ সালে একটি প্রকল্প নেয়া হয়। তবে বাস্তবায়ন বিলম্ব ও নতুন কিছু বিষয় যুক্ত হওয়ায় এটির নির্মাণব্যয় বেড়ে গেছে ২ হাজার ৮০ কোটি টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশোধিত আকারে 'খুলনা হতে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ'শীর্ষক প্রকল্পটি অনুমোদন করা হয়। রেলওয়ের তথ্যমতে, খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন রেললাইন স্থাপনে সংশোধিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮০১ কোটি টাকা। এর আগে ২০১০ সালে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৭২১ কোটি টাকা। চার বছরে প্রকল্পটির ব্যয় বেড়েছে ১২১ শতাংশ। সংশোধিত প্রকল্পের আওতায় ভারত সরকারের ঋণ (এলওসি) সহায়তা ২ হাজার ৩৭১ কোটি টাকা। বাকি ১ হাজার ৪৩০ কোটি টাকা বাংলাদেশ সরকার বহন করবে। ২০১৮ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে বাস্তবায়নকাল ধরা হয়েছিল ২০১৩ সাল পর্যন্ত।

প্রকল্প বাস্তবায়ন হলে মংলা বন্দর থেকে রেলপথে খুলনা-বেনাপোল হয়ে কলকাতা পর্যন্ত রেল সংযোগ প্রতিষ্ঠা হবে। এতে মংলা বন্দর থেকে পণ্য খালাস করে সরাসরি কলকাতা নেয়া যাবে।

চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার প্রসঙ্গে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ইস্যুটি পুরনো। তবে গত বৃহস্পতিবার থেকে বেশ তড়িঘড়ি করেই নৌ-পরিবহন মন্ত্রণালয় কাজ শুরু করেছে। এ নিয়ে শিগগির একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব নথিপত্র আগেই ঠিক হয়ে রয়েছে। তবে আন্তঃমন্ত্রণালয়ে অন্যান্যদের মতামত নেয়া হবে।

উল্লেখ্য, ভারতের মূল ভূখণ্ড থেকে ত্রিপুরার দূরত্ব ১ হাজার ৬৫০ কিলোমিটার। আর বাংলাদেশের ওপর দিয়ে গেলে দূরত্ব ৩৫০ কিলোমিটারে নেমে আসে। পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমে আসার কারণে বরাবরই ট্রানশিপমেন্ট আগ্রহী ভারত।

http://www.bonikbarta.com/2015-05-30/news/details/38386.html


মওদুদের ফোনালাপ নিয়ে তোলপাড়

0
0
মওদুদের ফোনালাপ নিয়ে তোলপাড় 



সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে দলের সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ ও সাবেক ছাত্রদল নেতা বজলুল করীম চৌধুরী আবেদের ফোনালাপ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে বিএনপিতে। দলের অধিকাংশ নেতা-কর্মীই মনে করেন, জিয়ার আদর্শ থেকে বিএনপি আজ লক্ষ্যচ্যুত। বিএনপিকে নতুনভাবে ঘুরে দাঁড়াতে হবে। জিয়ার ১৯ দফাকে সামনে রেখে দলে আমূল সংস্কার আনতে হবে। এ ছাড়া জামায়াত বর্জন প্রশ্নেও সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। 

ব্যারিস্টার মওদুদ আহমদ ও আবেদের ফোনালাপেও জামায়াত ছাড়ার প্রসঙ্গটি উঠে এসেছে। বিএনপির নেতা-কর্মীরা মনে করেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী, উন্নত গণতন্ত্রের দেশ হিসেবে গড়ে তুলতেই সময়োপযোগী ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন জিয়াউর রহমান। সময়ের প্রবাহে ওই ১৯ দফা থেকে অনেক দূরে সরে এসেছে বিএনপি। কেন্দ্রীয় পর্যায়ের অনেক নেতার মনেও নেই সেই ১৯ দফা। চলমান দলীয় রাজনীতির প্রতি নেতা-কর্মীরা দৃশ্যত নিষ্ঠাবান থাকলেও দলের পক্ষ থেকে ১৯ দফার বিষয়ে কোনো চর্চা না থাকায় দিন দিন সেই প্রতিষ্ঠাকালীন মৌলিক বিষয়গুলো কার্যত ভুলতে বসেছেন নেতা-কর্মীরা।


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জন্মের তিন যুগ পেরিয়ে এসে দলটি বহু মতের সম্মিলন ঘটানোর সামর্থ্য তো হারিয়েছেই, উপরন্তু দলের ঐক্য বা অভ্যন্তরীণ সংহতি এখন বড় ধরনের প্রশ্নের মুখে। বিশেষ করে, এক-এগারোর পর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে মতের অমিল, পরস্পর সন্দেহ ও দ্বন্দ্ব এমন পর্যায়ে ঠেকেছে যে, দলটি সাংগঠনিকভাবে চরম নাজুক অবস্থায় পড়েছে। সেই নাজুক অবস্থা এখনো কাটিয়ে উঠতে পারেনি দলটি। 

এ কারণেই দুই বছরে ফলাফলশূন্য আন্দোলনে মামলা-হামলা, গুম, খুন কিংবা গ্রেফতারের খড়গ নেমে এসেছে দলের বহু নেতা-কর্মীর ওপর। দলের সিনিয়র নেতাদের বড় একটি অংশই মনে করেন, বর্তমান সরকারের দুই মেয়াদে রাজনৈতিকভাবেও বিএনপি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে। যার খেসারত দিতে হচ্ছে নেতা-কর্মীদের। 

এ ছাড়া ঢাকা সফরকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ না করা, বিগত ৫ জানুয়ারি সংসদ নির্বাচন বয়কট করা, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ফোনে বিএনপি চেয়ারপারসনের সাড়া না দেওয়া, পুত্রশোকে কাতর খালেদাকে সমবেদনা জানাতে যাওয়া প্রধানমন্ত্রীকে গুলশান কার্যালয়ের সামনে থেকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তও চরম ভুল ছিল। 

এ প্রসঙ্গে গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জিয়ার আদর্শ থেকে বিএনপি সরে গেছে- এটা সম্পূর্ণ না হলেও অনেকাংশে ঠিক। জিয়া দুর্নীতিমুক্ত, কলুষমুক্ত রাষ্ট্র গড়েছেন। কিন্তু বর্তমান বিএনপিতে এর অভাব রয়েছে। তার সততা, নিষ্ঠাও আজ নেতা-কর্মীদের মধ্যে অনুপস্থিত। তার যে মন্ত্রিসভা ছিল, সে রকম মন্ত্রিসভা আর কেউই করতে পারেননি। এখন আমাদের উচিত হবে, জিয়ার ১৯ দফাকে সামনে রেখে এগিয়ে যাওয়া। 

দলের যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান বলেন, যত বাধাই আসুক, বিএনপি তার লক্ষ্য থেকে সরবে না। সময়ের বাঁকে বাঁকে দলে কিছুটা বিচ্যুতি এলেও শহীদ জিয়ার মূল দর্শন থেকে আমরা দূরে সরে যাইনি। নইলে ইতিহাসে নজীরবিহীন গুম, খুন, হামলা-মামলা, দমন-পীড়নের পরও বিএনপি আজ টিকে আছে কীভাবে? এখন মূল কাজ হচ্ছে, দলের মূল ধারা ঠিক রেখে বিএনপিকে নতুনভাবে সাজানো। ১৯ দফার আলোকে বিএনপিকে জাতির সামনে তুলে ধরা।

ইউটিউবের সেই আলোচিত বক্তব্য : গত ৮ মে দুপুরে ব্যারিস্টার মওদুদের সঙ্গে কথা হয় বজলুল করীম চৌধুরী আবেদের। এ ফোনালাপটি গতকাল পর্যন্ত ৬৮২ জন শেয়ার করে। ২ মিনিট ৮ সেকেন্ডের এ বক্তব্যে ব্যারিস্টার মওদুদ ও বজলুল করীম চৌধুরী আবেদের মধ্যে কুশলবিনিময় ছাড়াও রাজনৈতিক বিষয়ে কথাবার্তা হয়। কুশলবিনিময়ের একপর্যায়ে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এই বিএনপি দিয়ে হবে না। জিয়াউর রহমানের বিএনপি যদি করতে পার- এ সময় ছাত্রনেতা আবেদ বলেন, স্যার আপনি তো আমার মনের ক্ষুধা জানেন। আপনারা যেভাবে রাজনীতি করে আসছেন, আমি সেভাবেই রাজনীতি করতে চাচ্ছি। আমরা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি। ধর্ম আমি কতটুকু করব না করব, তা আমার ব্যক্তিগত বিষয়। যে যার ধর্মে বিশ্বাস করে, তাদের সম্মান করে রাজনীতি করতে চাই। 

এ সময় মওদুদ বলেন, অবশ্যই, অবশ্যই। সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, স্যার আপনাকে আগেই বলেছিলাম, জামায়াতের ব্যাপারে বিএনপি যতদিন সিদ্ধান্ত নিতে না পারবে, ততদিন বিশ্বের দরবারে বলেন, দেশে বলেন- কোথাও বিএনপি তার পজিটিভ ইমেজ তুলে ধরতে পারবে না। এ সময় মওদুদ বলেন, ঠিক কথা, ঠিক কথা। তুমি জানো, আমিও এটাই বিশ্বাস করি। 

এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় খালেদা জিয়ার সামনেই আলোচকরাও বিএনপিকে নিয়ে সমালোচনা করেন। তাদের ভাষায়, জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ বিএনপি ধরে রাখতে পারেনি। এ জন্য দলের নেতা-কর্মী সবারই লজ্জিত হওয়া উচিত। দলে যদি জিয়ার আদর্শ বাস্তবায়ন করা যায় তাহলেই  কেবল কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। অন্যথায় অসম্ভব। 

বিকল্পধারা সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আগে নিজেদের পরিবর্তন হতে হবে। সেক্ষেত্রে প্রত্যেককে জিয়াউর রহমানের মতো হয়ে উঠতে হবে। যদি ভুল করেন, তাহলে ইতিহাস কাউকেই ক্ষমা করবে না। বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, দুই দিনের জন্য জিয়াউর রহমানকে স্মরণ করা ভুল ও আত্মহত্যার শামিল। দলকে ভালোবাসতে হবে। যার যার ভুল যদি সংশোধন করি তবে জাতীয়তাবাদী শক্তি আবার ঘুরে দাঁড়াবে। বিএনপিতে আত্ম-অনুসন্ধান প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। 

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেন, সামরিক এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রেই জিয়া ছিলেন অনুকরণীয়। কিন্তু দুর্ভাগ্য যে, জিয়ার রেখে যাওয়া আদর্শ ধরে রাখতে পারেনি। এ জন্য নেতা-কর্মীদের কারও কারও লজ্জা হওয়া উচিত। দলে যদি জিয়ার আদর্শ বাস্তবায়ন করা যায় তাহলেই কেবল কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, জিয়াউর রহমান জোট গঠন করেছিলেন। ওই সময় তার সঙ্গে যারা জোটে ছিলেন তাদের বিএনপিতে যোগ দিতে বলেছিলেন। সেই সময় আবদুল মান্নান ভূঁইয়া, কর্নেল আকবরসহ অনেকে বিএনপিতে যোগ দেন। তাই আমি ম্যাডামকে বলব, এখন ২০ দলের আর প্রয়োজন নেই। আপনি তাদের বলেন, তোমরা বিএনপিতে চলে আসো। যারা না আসবে তারা যুগপৎ আন্দোলন করবে। 

বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপিতে ঘুমন্ত স্থায়ী ও নির্বাহী কমিটি রয়েছে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা হাততালি দিয়ে তাকে সমর্থন জানান। ক্ষুব্ধ হয়ে তিনি ছাত্রদলের উদ্দেশে বলেন, তোমরাও কিছু করতে পার না। পহেলা বৈশাখের ঘটনায় তোমরা কোথায় ছিলে। জাফরুল্লাহ বলেন, ঈদের পর ১০ দিনের  মধ্যে নির্বাচনের মাধ্যমে সব কমিটি পুনর্গঠন করতে হবে। তৃণমূলের ভোটে যাকে নেতা বানাবে সে-ই হবে নেতা। এক ব্যক্তি যাতে একাধিক পদে না আসতে পারে সেদিকে নজর দিতে হবে।

http://www.bd-pratidin.com/first-page/2015/05/30/84335

There were both national and international conspiracies involved in the assassination of President Zia. As noted in the report, Col Oli said, ‘আমার জানা তথ্য মতে, শহীদ জিয়াউর রহমান দেশী ও আন্তর্জাতিক চক্রান্তে নিহত হন।’

0
0
Isha Khan <bdmailer@gmail.com>


The heading of the report misses out the important assertion in the article that there were both national and international conspiracies involved in the assassination of President Zia. As noted in the report, Col Oli said, 'আমার জানা তথ্য মতে, শহীদ জিয়াউর রহমান দেশী ও আন্তর্জাতিক চক্রান্তে নিহত হন।' 

​​Weekly Sunday, Calcutta, 18 September, 1988 said:

 "Mr. Subramaniam Swamy, Janata Dal MP, a close associate of Morarji Desai said that Rameswar Nath Kao, former Chief of RAW, and Shankaran Nair upset about Sheikh Mujib's assassination chalked a plot to kill General Ziaur Rahman. However, when Morarji Desai came into power in 1977 he was indignant at RAW's role in Bangladesh and ordered operations in Bangladesh to be called off; but by then RAW had already gone too far. General Zia continued to be in power for quite some time but he was assassinated after Indira Gandhi returned to power, though she denied her involvement in his assassination
​".


It can be asserted that RAW coordinated and implemented the assassination plot through Ershad, directly trained by them at Dehradun Military Academy, and many other agents.
​ ​
Col Oli did not come forward with the proofs, he says he has or had. He did not specify what international plot was involved. 
'জিয়া হত্যার সঙ্গে এরশাদ সরাসরি জড়িত': একান্ত সাক্ষাৎকারে কর্নেল অলি



তিনি বলেন, 'সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল, এ নিয়ে অনেক তথ্য প্রমাণাদি পেয়েছিলাম। মেজর জেনারেল আবুল মঞ্জুর, লে. কর্নেল মাহাবুব ও লে. কর্নেল মতিউর রহমানকে এরশাদের নির্দেশে খুবই ঠাণ্ডামাথায় গুলি করে হত্যা করা হয়। কারণ তারা বেঁচে থাকলে মূল ষড়যন্ত্রকারীর নাম প্রকাশ পেত।'

সাবেক এই বিএনপি নেতা বলেন, 'শহীদ জিয়ার হত্যাকাণ্ডকে পুঁজি করে আরও ১১ জন মুক্তিযোদ্ধা অফিসারকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়। এদের মধ্যে অনেকেই শহীদ জিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে আদো জড়িত ছিলেন না। তিনি (এরশাদ) রাষ্ট্রপতি হওয়ার জন্য যারা পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারেন তাদেরকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেন। তখন অনেকেই চেষ্টা করেছেন ১১ জনকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড যেন দেওয়া হয়। এই ১১ জন অফিসার বেঁচে থাকলেও হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীর নাম প্রকাশ পেত।'

কর্নেল অলি আরও বলেন, 'এ সব কিছু বিশ্লেষণ করলে বুঝতে কারো কষ্ট হবে না যে, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ অত্যন্ত সুকৌশলে, সুপরিকল্পিতভাবে তার পথের কাঁটাগুলো সরিয়ে দিয়েছিলেন। এ ছাড়াও বিভিন্ন সেনানিবাসে চাকরিরত ভিন্ন পদে অফিসারদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অতঃপর তিনি তার অনুগতদের নিয়ে সামরিক বাহিনী ওপর তার একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন।'

'জিয়া হত্যাকাণ্ডের পর বিএনপি দুইবার পূর্ণমেয়াদে ক্ষমতায় থাকার পরও কেন এ হত্যাকাণ্ডের বিচার হয়নি?'—এমন প্রশ্ন করা হলে অলি আহমদ বলেন, 'বিএনপিকে আমার পক্ষ থেকে বিভিন্ন সময় তাগাদা দিয়েছি। কেন তার (এরশাদ) বিচার হয়নি এর জবাব আমরা কাছে নেই। আসলে প্রকৃত পক্ষে কোনো সরকারই তার বিচার করার ব্যাপারে কতটুকু আন্তরিক ছিল তা প্রশ্নবিদ্ধ।'

Full Text:

http://www.thereport24.com/article/107543/index.html

__._,_.___

How Israel Was Busted Nuking Yemen

0
0

How Israel Was Busted Nuking Yemen

Posted by Ian Greenhalgh on May 29, 2015

Israel nuked Yemen, period. This is hard fact that has been 100% confirmed. 

…by Jeff Smith, with Gordon Duff and Ian Greenhalgh

By now, every VT reader will be aware that Israel dropped a neutron bomb on Yemen on behalf of their Saudi allies. As well as the readers of VT, a billion Arabs also know this truth, every Arabic media outlet picked up the VT story as have the Russian outlets Pravda, Russia Today and Sputnik News. This story is too big to die, it is worldwide.

Israel nuked Yemen, period. This is hard fact that has been 100% confirmed.

Just watch the video, the scintillating pixels are caused by particles from the nuclear explosion hitting the camera's sensor, there can be no other explanation; note the white hot ball of plasma seen briefly before the huge detonation.

The camera never lies

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=pVgPKxYVxb0

Until mobile phones with cameras and small video cameras were developed, small florescent lights were used as emergency nuclear explosion/radiation detectors.  Now, phones and CCD video cameras have become dependable "slam dunk" nuclear detectors.

The next few words are the technical explanation of why we are absolutely certain we are dealing with a nuclear event, with no questions whatsoever.  This is information available to all member of the press, the military, the scientific community and the general public.  This means, of course, that anyone in "denial" of our assertion, proven with this much certainty, is defective as to mental function or suffers from moral degeneracy.

The combination of the cameras plastic lens and the photoelectric effect produced in the cameras CCD pick up chip (because it is basically a very large array of photo diodes) allows them to act as very good detectors of high level ionizing radiation. Low level radiation in this case is not of concern because it will not immediately kill you or have long term negative health effects.

fff_156

By simply pointing the camera at an explosive event it will immediately determine if it is nuclear or not. When the camera's CCD pick up chip is overloaded by excess radiation it will pixelize showing white sparkles all over the picture of the fireball or blast image area.

The demonstration video still was taken in Yemen this month.  It is perhaps the best single demonstration image of ionizing radiation hitting a CCD receptor.  It is as perfect a demonstration of a nuclear explosion as detected using mobile phone or CCD camera technology, as explained above, as might be possible.

We are contacting scientists and physicists throughout the Middle east and Ukraine; we are distributing software that will allow us to detect not just nuclear weapons but radioactive threats of all kinds including polonium poisons; we are training teams to collect soil samples; preparing packages to allow medical personnel to screen for radioactive poisoning and we are offering materials for civil defence and decontamination efforts.

There has thus far been zero denial or refutation (other than by wingnuts and conspiracy theorists) of this having been a nuclear event nor has there been any effective denial of the pair of F-16A/Bs shot down over Yemen this week; planes which can only have belonged to Italy, Portugal or Israel, otherwise it came out of the mothballed stockpiles in the US southwest.

Russia speaks out

As stated in Pravda today, the world's scientific community is aghast that 'the Saudis have begun to wipe Yemen off the map', they get straight to the point by telling us that 'shocking video reveals proton bombardment from a neutron bomb' and that  'forbidden strikes have brought about a storm of worldwide protest' and might I add, this wave of protest isn't going to be silenced by a handful of internet trolls and unemployed Haifa housewives.

'Obama has recently offered military assistance to any external threat the rich Arab Gulf States may face'according to Pravda. Russia is not only certain after viewing the evidence, that this is a nuclear attack but they believe that the United States is fully complicit in it; where other sources have cited the Israeli-Saudi nexus, highest level Russian sources believe this irresponsible move is the result of Washington kow-towing to both Saudi Arabia and The Gulf States.

Here come the trolls

There is a truism that one catches the most flak when one is over the target; being attacked by shills, stooges, trolls and other assorted disinfo entities is always a good indicator that one has written something that exposes a truth that the bad guys really don't want people finding out about.

We know that our article exposing the Israeli use of a neuron bomb in Yemen has upset the applecart in Tel-Aviv and elsewhere because we are seeing a slew of videos and posts appearing online attacking VT and ridiculing the Yemeni nuke story.

One video I found particularly objectionable was posted by one of David Icke's sycophantic supporters; a loud-mouthed, obnoxious type who looks like a third Milliband brother shouts at us that Yemen wasn't nuked, that neutron bombs don't exist and warns that VT is a disinfo op. Oh, and just to make sure you know who he is working for, he gets in three or four 'fuck Israel' outbursts.

David Icke personally, has run the other way to get as far away from this nuke issue as he can; while at the same time tasking his pack of attack trolls with attacking VT and the existence of neutron bombs – further confirmation of his disinfo agent status and a clear indicator of who he works for, what agenda he is trying to further. The fact that Icke is tasked with specific assignments such as covering up the nuking of Yemen shows us that he is an active agent.

Personally, I never had any doubt that Icke was a disinfo scumbag, I remember all too well the days in the early 90s when he appeared on the Terry Wogan chat show claiming to be the son of God and wearing a turquoise shellsuit because that colour held some mystical power. Icke has always been full of it and working against the best interests of mankind.

You just outed yourself David, you have made it plain for all to see that you are nothing more than a foetid outlet for the lies and disinfo of Israel. We knew this all along of course, but now we have confirmation. What we have to ask ourselves though is why have they chosen to employ David Icke on this issue, rather strange because the timing makes it very clear that Icke is taking the grubby Shekel to do the bidding of Israel. This has the effect of 'burning' him as an asset – after this his credibility is gone, he is no longer an asset, just a spent, discredited force. But why burn one of your best assets?

The answer is both simple and gratifying – VT's breaking of the Yemeni nuke story has done real damage, we hit the mark and drew blood; they have responded by turning one of their major assets against us with full knowledge this will burn the asset; this shows just how much they want to keep this nuclear warfare a secret.

Thank you so much, you just handed us a gift from heaven; proof positive that Israel really doesn't want people to know they nuked Yemen; hence they have unleashed their moronic hordes of stooges, shills, trolls, whatever name you prefer to use for these lying pieces of faecal matter in human form; these disgusting, completely amoral creatures who gladly take the Shekel as reward for their attempts to run cover for the mass murder of innocent people and the use of horrific weapons of mass destruction to commit war crimes.

It is too late to put the cat back in the box, the word is out – Israel is using nukes to kill innocent civilians.

Where are the other big names in the so-called 'truth movement'? Where are Alex Jones and Christopher Bollyn? They are certainly nowhere near this oh so important nuke issue and you can bet your last cent they won't be going near it unless it is to spread disinfo and tell outright lies.

Note that all these nay-sayers have no credentials other than being pro-Israeli or suspiciously aligned to groups such as the ADL, SPLC or AIPAC which are nothing more than fronts for Israeli interests.

Take note of the reaction to this very serious issue of the Israeli use of nukes. Anyone who tries to claim there was no nuke dropped on Yemen or apply a derogatory label to those who seek to get the truth about this most heinous of war crimes out to a wide audience must be viewed as a stooge for Israel.

The worldwide spread of the true story of Israel's nuking of Yemen has got the perpetrators very worried; the truth is one of the things these people fear most.


Appendix I

scintillator is a material that exhibits scintillation — the property of luminescence when excited by ionizing radiation. Luminescent materials, when struck by an incoming particle, absorb its energy and scintillate, (i.e., re-emit the absorbed energy in the form of light). Sometimes, the excited state is metastable, so the relaxation back down from the excited state to lower states is delayed (necessitating anywhere from a few nanoseconds to hours depending on the material): the process then corresponds to either one of two phenomena, depending on the type of transition and hence the wavelength of the emitted optical photon: delayed fluorescence or phosphorescence, also called after-glow. 

A scintillation detector or scintillation counter is obtained when a scintillator is coupled to an electronic light sensor such as a photomultiplier tube (PMT), photo-diode, or silicon photomultiplier. PMT's absorb the light emitted by the scintillator and re-emit it in the form of electrons via the photoelectric effect. The subsequent multiplication of those electrons (sometimes called photo-electrons) results in an electrical pulse which can then be analyzed and yield meaningful information about the particle that originally struck the scintillator. Vacuum photo-diodes are similar but do not amplify the signal while silicon photo-diodes, (CCD cameras) on the other hand, detect incoming photons by the excitation of charge carriers directly in the silicon. Silicon photo-multipliers consist of an array of photo-diodes which are reverse-biased with sufficient voltage to operate in avalanche mode, enabling each pixel of the array to be sensitive to single photons.

History

The first device which used a scintillator was built in 1903 by Sir William Crookes and used a ZnS screen.The scintillations produced by the screen were visible to the naked eye if viewed by a microscope in a darkened room; the device was known as a spinthariscope. The technique led to a number of important discoveries. Scintillators gained additional attention in 1944, when Curran and Baker replaced the naked eye measurement with the newly developed PMT. This was the birth of the modern scintillation detector.

Applications for scintillators

Scintillators are used by the American government as Homeland Security radiation detectors. Scintillators can also be used in neutron and high energy particle physics experiments, X-ray security, nuclear cameras, computed tomography and gas exploration. Other applications of scintillators include CT scanners and gamma cameras in medical diagnostics, and screens in older style CRT computer monitors and television sets.

The use of a scintillator in conjunction with a photomultiplier tube or a CCD camera finds wide use in hand-held survey meters used for detecting and measuring radioactive contamination and monitoring nuclear material. Scintillators generate light in fluorescent tubes, to convert the ultra-violet of the discharge into visible light. Scintillation detectors are also used in the petroleum industry as detectors for Gamma Ray logs. ( Note small compact fluorescent light bulbs can also be used in an emergency to detect radiation bursts from a nuclear event. They will flash or glow under radiation exposure).

————————————————————————————————————————————————————————————————————————————————————————-

 

Plastic scintillators and the CCD camera, cell phone connection.

Plastic scintillators are the most common type of radiation detectors found in everyday CCD video cameras, cell phone cameras and home security cameras. With little or no modification at all they can be used as simple radiation detectors for emergency self protection from nuclear blasts and high background radiation levels or to document nuclear detonations. The combination of the cameras plastic lens and the photoelectric effect produced in the cameras CCD pick up chip (because it is basically a very large array of photo didoes) allows them to act as very good detectors of high level ionizing radiation. Low level radiation in this case is not of concern because it will not immediately kill you or have long term negative health effects.
By simply pointing the camera at an explosive event it will immediately determine if it is nuclear or not. When the cameras CCD pick up chip is overloaded by excess radiation it will pixelize showing white sparkles all over the picture of the fireball or blast image area. If you are looking to protect yourself  from high level ionizing radiation produced by depleted uranium anti tank rounds or after a nuclear blast this will work. For lower level radiation effects usually just putting black electrical tape over the cameras lens is sufficient enough to detect lower radiation levels. Once the background radiation level has drooped off after an explosion. Usually after about 3 hours or more excluding ground zero where levels will remain higher for a longer period of time the  CCD cameras may not be sensitive enough to detect these lower levels of radiation and a better detector will be required. However for emergency use this this process altho crude will work.

If you have an Android or Apple smart phone there are several APPS that will allow you to use your phone as a simple radiation detector/ Geiger counter. Some work better than others and several are actually fake or toy apps so user be ware make sure the APP really works.

 

Types of scintillators

Plastic scintillators

The term "plastic scintillator" typically refers to a scintillating material in which the primary fluorescent emitter, called a fluor, is suspended in the base, a solid polymer matrix. While this combination is typically accomplished through the dissolution of the fluor prior to bulk polymerization, the fluor is sometimes associated with the polymer directly, either covalently or through coordination, as is the case with many Li6 plastic scintillators.  

Polyethylene naphthalate  has been found to exhibit scintillation by itself without any additives and is expected to replace existing plastic scintillators due to higher performance and lower price.

The advantages of plastic scintillators include fairly high light output and a relatively quick signal, with a decay time of 2–4 nanoseconds, but perhaps the biggest advantage of plastic scintillators is their ability to be shaped, through the use of molds or other means, into almost any desired form with what is often a high degree of durability. Plastic scintillators are known to show light output saturation when the energy density is large ( Birks' Law).

Bases

The most common bases are the aromatic plastics, polymers with aromatic rings as pendant groups along the polymer backbone, amongst which polyvinyltoluene (PVT) and polystyrene (PS) are the most prominent. While the base does fluoresce in the presence of ionizing radiation, its low yield and negligible transparency to its own emission make the use of fluors necessary in the construction of a practical scintillator.

Aside from the aromatic plastics, the most common base is polymethylmethacrylate (PMMA), which carries two advantages over many other bases: high ultraviolet and visible light transparency and mechanical properties and higher durability with respect to brittleness.

The lack of fluorescence associated with PMMA is often compensated through the addition of an aromatic co-solvent, usually naphthalene. A plastic scintillator based on PMMA in this way boasts transparency to its own radiation, helping to ensure uniform collection of light. Other common bases include polyvinyl xylene (PVX) polymethyl, 2,4-dimethyl, 2,4,5-trimethyl styrenes, polyvinyl diphenyl, polyvinyl naphthalene, polyvinyl tetrahydronaphthalene, and copolymers of these and other bases.

Fluors.

Also known as luminophors, these compounds absorb the scintillation of the base and then emit at larger wavelength, effectively converting the ultraviolet radiation of the base into the more easily transferred visible light. Further increasing the attenuation length can be accomplished through the addition of a second fluor, referred to as a spectrum shifter or converter, often resulting in the emission of blue or green light.

Gas.

Gaseous scintillators consist of nitrogen and the noble gases heliumargonkrypton, and xenon, with helium and xenon receiving the most attention. The scintillation process is due to the de-excitation of single atoms excited by the passage of an incoming particle. This de-excitation is very rapid (~1 ns), so the detector response is quite fast.

Coating the walls of the container with a wavelength shifter is generally necessary as those gases typically emit in the ultraviolet and PMTs respond better to the visible blue-green region. In nuclear physics, gaseous detectors have been used to detect fission fragments or heavy charged particles.

Glass.

The most common glass scintillators are cerium-activated lithium or boron silicates. Since both lithium and boron have large neutron cross-sections, glass detectors are particularly well suited to the detection of thermal (slow) neutrons. Lithium is more widely used than boron since it has a greater energy release on capturing a neutron and therefore greater light output.

Glass scintillators are however sensitive to electrons and γ rays as well (pulse height discrimination can be used for particle identification). Being very robust, they are also well-suited to harsh environmental conditions. Their response time is ≈10 ns, their light output is however low, typically ≈30% of that of anthracene.

Response to various radiations

Heavy ions

Scintillation counters are usually not ideal for the detection of heavy ions for three reasons:

  1. the very high ionizing power of heavy ions induces quenching effects which result in a reduced light output (e.g. for equal energies, a proton will produce 1/4 to 1/2 the light of an electron, while alphas will produce only about 1/10 the light;
  2. the high dE/dx also results in a reduction of the fast component relative to the slow component, increasing detector dead-time;
  3. strong non-linearities are observed in the detector response especially at lower energies.

The reduction in light output is stronger for organics than for inorganic crystals. Therefore, where needed, inorganic crystals, e.g. CsI(Tl), ZnS(Ag) (typically used in thin sheets as α-particle monitors), CaF2(Eu), should be preferred to organic materials. Typical applications are α-survey instrumentsdosimetry instruments, and heavy ion dE/dx detectors. Gaseous scintillators have also been used in nuclear physics experiments.

Electrons

The detection efficiency for electrons is essentially 100% for most scintillators. But because electrons can make large angle scatterings (sometimes backscatterings), they can exit the detector without depositing their full energy in it. The back-scattering is a rapidly increasing function of the atomic number Z of the scintillator material.

Organic scintillators, having a lower Z than inorganic crystals, are therefore best suited for the detection of low-energy (< 10 MeV) beta particles. The situation is different for high energy electrons: since they mostly lose their energy by bremsstrahlung at the higher energies, a higher-Z material is better suited for the detection of the bremsstrahlung photon and the production of the electromagnetic shower which it can induce.

Gamma rays

High-Z materials, e.g. inorganic crystals, are best suited for the detection of gamma rays. The three basic ways that a gamma ray interacts with matter are: the photoelectric effectCompton scattering, and pair production. The photon is completely absorbed in photoelectric effect and pair production, while only partial energy is deposited in any given Compton scattering.

The cross section for the photoelectric process is proportional to Z5, that for pair production proportional to Z2, whereas Compton scattering goes roughly asZ. A high-Z material therefore favors the former two processes, enabling the detection of the full energy of the gamma ray.

Neutrons

Since the neutron is not charged it does not interact via the Coulomb force and therefore does not ionize the scintillation material. It must first transfer some or all of its energy via the strong force to a charged atomic nucleus. The positively charged nucleus then produces ionizationFast neutrons (generally >0.5 MeV) primarily rely on the recoil proton in (n,p) reactions; materials rich in hydrogen, e.g. plastic scintillators, are therefore best suited for their detection. 

Slow neutrons rely on nuclear reactions such as the (n,γ) or (n,α) reactions, to produce ionization. Their mean free path is therefore quite large unless the scintillator material contains nuclides having a high cross section for these nuclear reactions such as 6Li or 10B. Materials such as LiI(Eu) or glass silicates are therefore particularly well-suited for the detection of slow (thermal) neutrons.

Ian Greenhalgh

Ian Greenhalgh is a photographer and historian with a particular interest in military history and the real causes of conflicts.

His studies in history and background in the media industry have given him a keen insight into the use of mass media as a creator of conflict in the modern world.

His favored areas of study include state sponsored terrorism, media manufactured reality and the role of intelligence services in manipulation of populations and the perception of events.

http://www.veteranstoday.com/2015/05/29/how-israel-was-busted-nuking-yemen/

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Y2MEN4-49dM

__._,_.___

नाचा गम्मत के महत्वपूर्ण कलाकार .... चमरू यादव जी को श्रद्धांजलि .....

0
0
   
Nisar Ali
May 30 at 5:53am
 
नाचा गम्मत के 
महत्वपूर्ण कलाकार .... 
चमरू यादव जी को 
श्रद्धांजलि ..... 

० निवास..भुरका (चंपारन) के पास... 
० आयु ... .७० वर्ष ..... 
० फुण्डहर नाच पार्टी में ५० वर्षों से प्रमुख अभिनेता के रूप में सक्रिय ८ हज़ार से ज़्यादा मंचन में हिस्सेदारी ..... 
० नाचा थियेटर में गम्मत गुरू के रूप में सक्रिय सहयोग .... 

लगभग २५ वर्ष पूर्व पैर में घुंघरू के ज़ख्म की वजह से फैले संक्रमण के कारण एक पैर घुटने तक कटवाना पड़ा .... 
उन्होने हिम्मत नही हारी ... 
बैसाखी के सहारे फिर उठ खड़े हुए .... 
नाचा गम्मत चलता रहा .... 

८ वर्ष पश्चात दूसरे पैर में संक्रमण हुआ पैर कटवाना पड़ा .... 
ग़रीबी और असहाय परिस्थितियों ने बुरीे तरह जकड़ लिया .... 

मारक अकेलापन... 
ज़ख़्म से ज़्यादा दर्द देने लगा ... 

बैसाखियों पर शरीर टांग ... 
पैरों के कच्चे ज़ख्मों के साथ ... 
गम्मत का यह "महाबली" कलाकार निकल पड़ा ... 
"गम्मत सफ़र" पर .... 

शीत बसंत..दुखी रामबती..फ़ौजी जुम्मन ख़ान..कोंदा..अनियायी के नियाव..दारू के दुरगत .... 
उनके द्वारा अभिनीत प्रमुख गम्मत रहे ... 
उनके गम्मत मनुष्य के सुख दुख ..समाज सुधार..अंधविश्वास.. कुरीतियों ..जात-पात विषयों पर केन्द्रित रहे .... 

संयुक्त कलाकार सीमिति ने २५ मई २०१५ को हुए उनके असामयिक निधन पर शोकसभा कर श्रद्धांजलि अर्पित की... 

निसार अली..डॉ.आलोक वर्मा.. 
..मिनहाज असद ..नंद कुमार कंसारी..करण ताहिर ख़ान..शेखर नाग..संजय महानंद.. काशी नायक ..नितेश लहरी..टी.के डोंगरे..ग़ालिब सूफ़ी.. 
गौरव मिश्रा आदि इस सभा में मौजूद थे .... 

नाचा थियेटर ने ग्राम मढ़ी(कुंदरू) में नाचा गम्मत कलाकारों की सभा कर शोक श्रद्धांजलि अर्पित की ...परमानंद शास्त्री..के.डी.साहू जितेंद्र वर्मा ..कमल निषाद.. सुखचंद..शीतल पाल..ओंकार.. अजय गंधर्व ..दिनेश आदि मौजूद थे ..... 
कार्पोरेट और सरकारी कला उत्सवबाज़ों ने .... 
गम्मत कलाकारों के बीमारी और मौत पर हमेशा की तरह चुप्पी साध रखी है !!! ...

RSS governance in Kashmir would not allow withdrawal of AFSPA in Kashmir,Mufti Saheb! Rather RSS is all set to kill article 370 and intends to make a cent percent Hindu Nation endorsed by you! Palash Biswas

0
0

RSS governance in Kashmir would not allow withdrawal of AFSPA in Kashmir,Mufti Saheb!

Rather RSS is all set to kill article 370 and intends to make a cent percent Hindu Nation endorsed by you!


Palash Biswas

In reference to Parikkar's statement that Armed Forces Special Powers Act (AFSPA) was mandatory if the Army had to be deployed in Jammu and Kashmir or any other state for internal security.


The Kashmir Valley rejected BJP and you chose RSS governance for the people of Kashmir,subjected to racial discrimination and repression under AFSPA Umbrella and you say:We will achieve our objectives on AFSPA!Rather RSS is all set to kill article 370 and intends to make a cent percent Hindu Nation endorsed by you!


Ridiculous you might not as you are nothing but the Executive of RSS governance of Fascism in Kashmir.

Yes,we,the People of India demand that AFSPA should be discontinued specifically after Tripura.But your alliance with ABSOLUTE Nagpur based RSS ruling hegemony would not allow it happen,I am afraid. 


It is quite amusing as Mufti betrayed mandate in Kashmir and days after Defence Minister Manohar Parrikar ruled out revocation of AFSPA from Jammu and Kashmir,  Chief Minister,the same Mufti Mohammad Sayeed on Saturday said his government would "achieve its objective" with regard to the controversial Act in the state. "I know everything. I know what to do and what not to do. Whatever we have to do, we will do that," Sayeed told reporters on the sidelines of an inauguration ceremony of an International Buyer-Seller Meet at the SKICC in Srinagar.


Asked about Parikkar's statement that Armed Forces Special Powers Act (AFSPA) was mandatory if the Army had to be deployed in Jammu and Kashmir or any other state for internal security, the chief minister said "whatever our objectives are, we will achieve them". On the AFSPA, PDP-BJP 'agenda for alliance' he said, while both the parties have historically held different views on the AFSPA and need for it in the state at present, the coalition government would examine the need for denotifying the 'disturbed areas' in the state. "This, as a consequence, would enable the Union government to take a final view on the continuation of AFSPA in these areas," the document (agenda) said.

Suspected militants attacked police guard at J&K Bank at Kandoora , Shopian and snatched a Self Loading Rifle (SLR).------------- Daily " Chattan" Srinagar , Saturday, May 30 :------ By:-- Makbool Veeray :

0
0

Suspected militants attacked police guard at J&K Bank at Kandoora , Shopian and snatched a Self Loading Rifle (SLR).------------- Daily " Chattan" Srinagar , Saturday, May 30 :------ By:-- Makbool Veeray :

Release Kabir Kala Manch Members!Sheetal Sathe- Kabir Kala Manch sings for Mothers of India (English Subtitles)

0
0

Sheetal Sathe- Kabir Kala Manch sings for Mothers of India (English Subtitles)
https://www.youtube.com/watch?v=r7JRWE64CEw

Release Kabir Kala Manch Members

Latest Tweets

Published on 12 May 2012

This clip has been taken from Aannd Patwradhan's Jaim Bhim Comrade . Kabir Kala Manch Defence Commitete formed in mumbai on May 11, 2012 is going to fight for all memebrs fo kabir kala manch and fight against the state 

attack against artistes. Visit us at kabirkalamanch.wordpress.com


Press release – Awas Haq Satyagrah concluded on the 5th day with a warning rally

0
0

Press release – Awas Haq Satyagrah concluded on the 5th day with a warning rally

NATIONAL ALLIANCE OF PEOPLE'S MOVEMENTS

National Office : 6/6 Jangpura B, New Delhi – 110 014 . Phone : 011 2437 4535 | 9818905316

E-mail: napmindia@gmail.com | Web : www.napm-india.org

 

Awas Haq Satyagrah concluded on the 5th day with a warning rally

Struggle to intensify if the government doesn't respond 

Mumbai | 30th May 2015: The Awas Haq Satyagrah concluded on its 5th day with a massive warning rally today.  Despite various attempts, the government failed to respond to the demands of the poor slum dwellers, raising serious questions about its commitments towards its citizens. Not only several calls made to the Collector Bandra remained unattended, even water for drinking was not provided to the people, a promise that the Assistant Commissioner of M (East) Ward had made earlier but didn't fulfill. There were no water and toilet facilities at the site of Satyagrah, hinting towards the miserable conditions of slums and callousness of the government.

Satyagrah which started on 26th May saw more than 3,000 families of Mandala, who were evicted in the demolition drive in 2004-2005, reclaiming their housing right by occupying the land and demarking the boundaries to build their homes. The Satyagrah has also exposed the doubletalk of the government; on one hand government has been making false promises to people while having failed in implementing the Mandala RAY pilot project, and on the other hand, as per the recent news, the government is trying to change the RAY policy to favor builder-Corporate lobby by "reviving" it on the PPP model and stalling the fund allocation for policy.

To oppose the indifference to their demands and continuous oppression by the Government and administration, the Satyagrahis carried out a massive torch rally on the 55 acres of occupied land. A clear warning has been given to the administration, the police and the MMRDA that struggle would be intensified, along with rebuilding of houses, if no response comes from their side in the near future.

Awas Haq Satyagrah, which is yet another milestone in the long history of struggle of the Ghar Bachao Ghar Banao Andolan since 2004-5, received widespread support and solidarity from all over the country. Several activists and eminent citizens, including Teesta Setalvad, Sukla Sen, Prof. Dr. Uday Mehta, Jatin Desai and many more have extended their support to the Satyagrah.

 

Namrata Jadhav          Neha Jaimati       Jainuddin            Nadir Sheikh                          

Uday Mohite                                    Medha Patkar

The Polit Bureau of the CPI(M) strongly condemns the decision of the Union Cabinet to once again promulgate an ordinance on the land acquisition issue. This BJP government has failed twice in the past to sustain this legislation by getting parliamentary approval.

0
0
Press Statement



The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the
following statement:



The Polit Bureau of the CPI(M) strongly condemns the decision of the Union
Cabinet to once again promulgate an ordinance on the land acquisition issue.
This BJP government has failed twice in the past to sustain this legislation
by getting parliamentary approval.





The re-issuance of this ordinance at a time when a joint parliamentary
committee has been constituted to examine the implications of the amendments
proposed by the BJP government to the 2013 law approved by parliament is
particularly objectionable.





The Polit Bureau of the CPI(M) demands, in the light of the Prime Minister
statement yesterday that the new land acquisition bill is not a "life and
death question" for him, that this ordinance be kept in abeyance till the
joint parliamentary committee submits its report and parliament takes a
considered position on this amended land acquisition Bill.

दिल्ली समर्थक समूह, एन0ए0पी0एम व अखिल भारतीय वनश्रम जीवी यूनियन की टीम द्वारा कनहर आंदोलनकारी साथी गंभीर प्रसाद से मिर्जापुर जेल में मुलाकात , कन्हर संघर्ष के दलित एवं आदिवासी नेतृत्वकारी आंदोलनकारियों गंभीरा प्रसाद, राजकुमारी और पंकज गौतम को रिहा करो

0
0
दिल्ली समर्थक समूह, एन0ए0पी0एम व अखिल भारतीय वनश्रम जीवी यूनियन की टीम द्वारा कनहर आंदोलनकारी साथी गंभीर प्रसाद से मिर्जापुर जेल
कन्हर संघर्ष के दलित एवं आदिवासी नेतृत्वकारी आंदोलनकारियों गंभीरा प्रसाद, राजकुमारी और पंकज गौतम को रिहा करो

मिर्जापुर 29 मई 2015 

दिल्ली समर्थक समूह के संजीव ढ़ांढा, एन0ए0पी0एम के विमल भाई व यूनियन के रजनीश गंभीर, मुजाहिद नफीस एवं मातादयाल द्वारा कनहर नेता व आंदोलनकारी श्री गंभीर प्रसाद से मिर्जापुर जेल में जाकर मुलाकात कर यह जांच की कि कहंी उनके साथ जेल में उत्पीड़न तो नहीं हो रहा है। ज्ञात हो कुछ ही दिन पहले संगठनों को यह खबर मिली थी कि कनहर के आंदोलनकारीयों साथीयों के साथ जेल में भेदभाव किया जा रहा है व पुलिस द्वारा उत्पीड़न किया जा रहा है। इसी संदर्भ में सभी संगठनों का एक जांच दल 29 मई 2015 को मिर्जापुर जेल उ0प्र0 में सभी आंदोलनकारी साथीयों से मिलने गया। जेल अधीक्षक एवं साथी गंभीर प्रसाद से बातचीत से यह पता चला कि जेल में सभी आंदोलनकारी सुरक्षित है व उनके साथ उत्पीड़न नहीं हो रहा है। बल्कि साथीयों ने बताया कि जेल में अन्य व्यवस्थाए जैसे खाने एवं रहने के लिए काफी असुविधा है। क्षमता से ज्यादा कैदीयों को बैरकों में ठूस रखा है। महिला बैरकों की हालत काफी खराब है जहां पर क्षमता से अधिक कैदी हैं। जेल अधीक्षक द्वारा संगठनों के प्रतिनिधियों से कनहर के बारे में पूरी जानकारी ली गई व इस बात का आश्वासन दिया कि कनहर के आंदोलनकारीयों के साथ किसी भी प्रकार का भेदभाव नहीं होने दिया जाएगा। गंभीरा प्रसाद को संगठन के प्रतिनिधियों ने कनहर आंदोलन से सम्बन्धित अखबारों की कतरनें, लेख व मुख्य मंत्री एवं मानवाधिकार संगठन को सम्बोधित पत्रों का एक दस्तावेज़ सौंपा ताकि उनको पता लग सके कि आंदोलन के स्तर पर क्या हो रहा है। गंभीर प्रसाद ने आंदोलन के तमाम साथीयों को यह संदेश भेजा है कि वह आंदेालन को नहीं छोड़ेगें व जेल से अपने आंदोलन को ज़ारी रखेगें। कनहर के अवैध बांध पर एन0जी0टी के आर्डर के तहत रोक की सरकार द्वारा अवमानना एवं अवैध भूअधिग्रहण को वे कतई बर्दाश नहंी करेगें। इसके लिए कनहर नदी घाटी के तमाम गांव एक वृहद आंदोलन छेड़ेगें। उन्हें पूरी उम्मीद है कि उन्हें जल्द ही जमानत मिल जाएगी व बाहर आ कर वे फिर से आंदोलन को नए पैमाने पर खड़ा करेगें। संगठनाों के प्रतिनिधियों ने उन्हें सूचित किया कि आने वाली 12 जून 2015 को लखनउ में कनहर में दमन, अवैध भूअधिग्रहण के लिए तमाम संगठन एक विशाल धरना प्रर्दशन कर रहे हैं व इस मुददे को उ0प्र0 एवं देश के कोने कोने तक फैलाने को काम किया जाएगा व सरकार का पर्दाफाश किया जाएगा। 


कनहर आंदोलन में आंदोलनकारीयों की गिरफतारी के विषय में -

जैसा कि आप जानते हैं कि उ0प्र0 के जि़ला सोनभद्र में कन्हर घाटी के लोग वहां किये जारहे गैर कानूनी भू-अधिग्रहण और बड़े बाॅध के निर्माण के विरोध में चल रहे शांतिपूर्ण आंदोलन को पुलिस द्वारा पूरी बेरहमी के साथ कुचलने के लिये 14 अप्रैल 2015 और फिर 18 अप्रैल को सैकड़ों राउंड गोलीबारी की गई और आंदोलन के कई नेतृत्वकारी साथियों गंभीरा प्रसाद, राजकुमारी, पंकज भारती, लक्ष्मण भुईयां, अशरफी यादव को गैर संवैधानिक तरीके से गिरफतार करके मिर्जापुर जेल में डाल दिया  गया है। इसमें जिला प्रशासन दलित और आदिवासी नेतृत्वकारियों के साथ पूरी तरह से बदला लेने की दुर्भावना से शत्रुतापूर्ण रवैया अपनाये हुए है और खुले तौर पर कह रहे हैं कि वे उन्हें कन्हर बाॅध का विरोध करने और जिला प्रशासन को ज़मीन पर कब्जा ना करने देने के जुर्म में उनकी बाकी जि़न्दगी को वे जेल में पूरी तरहा से सड़ा कर रख देंगे। स्थानीय कोर्ट द्वारा उनकी जमानत की अर्जी भी खारिज कर दी गयी हो और ना ही वे किसी को भी यहां तक की परिवार के सदस्यों तक को उनसे मिलने की इजाज़त तक दे रहे हैं।
गम्भीरा प्रसाद जिन्हें कि इलाहाबाद से अवैध तरीके से गिरफतार किया गया था और वे 21 अप्रैल 2015 से जेल में हैं।
  • गम्भीरा प्रसाद जिन्हें कि इलाहाबाद से अवैध तरीके से गिरफतार किया गया था और वे 21 अप्रैल 2015 से जेल में हैं।गम्भीरा प्रसाद बांध से होने वाले विस्थापितों के समर्थन में लड़ रहे थे। वे इस लड़ाई को जमीन के साथ कोर्ट के माध्यम से भी लड़ रहे हैं। इसी सिलसिले में वे 20 अप्रैल को इलाहाबाद आये हुए थे जहां गैर कानूनी तरीके से उन्हें गिरफ्तार कर लिया गया। गम्भीरा प्रसाद इलाहाबाद हाईकोर्ट के सीनियर एडवोकेट रवि किरन जैन के पास इसी सिलसिले में आये हुए थे। इससे सम्बन्धित कुछ जरूरी कागजात की फोटोकाॅपी कराने के लिए वे बाहर निकलकर पास की फोटो काॅपी की दुकान में गये थे, तभी वहां स्कार्पियों से  में 8 लोग आये और उन्हें उठा कर ले जाने लगे। आस-पास के लोगों ने देखा तो इन लोगों को पकड़ने का प्रयास किया, लेकिन पांच लोग गम्भीरा प्रसाद को ले जाने में सफल हुये, शेष तीन को लोगों ने पकड़ लिया पास के कैण्ट थाने ले गये। इतनी देर में फोटोकाॅपी की दुकान वाले ने रवि किरन जैन को खबर कर दी। वे हाईकोर्ट के अधिवक्ता सत्येन्द्र सिंह, के.के. राॅय और अंशु मालवीय के साथ कैण्ट थाने पहुंचे, जहां पुुलिस ने जनता द्वारा पकड़े गये लोगों को सोनभद्र पुलिस का आदमी बताया लेकिन उनका आईकार्ड मांगने पर नहीं दिखाया। साथ ही उन्होंने गम्भीरा प्रसाद के बारे में भी सूचना देने से इन्कार कर दिया। इन लोगों ने राष्ट्रीय मानवाधिकार आयोग समेत कई जगहों पर फैक्स भिजवाया तब 12 बजे रात के बाद गम्भीरा प्रसाद को कैण्ट थाने में प्रस्तुत कर सोनभद्र भेज दिया। गम्भीरा प्रसाद को भी पुलिस वालों ने गिरफ्तार नहीं किया बल्कि उनका अपहरण किया है, इसकी जितनी निंदा की जाय कम है। राज्य में जिस तरह से आन्दोलनकारियों पर दमन बढ़ रहा है वह चिन्ता का विषय है। 
अशर्फी यादव और लक्ष्मण भुईयां को 14 अप्रैल 2015 को वाराणसी से तब उठाया गया जब वे अकलू चेरो को अस्पताल में भरती कराने जा रहे थे, जिन्हें कि पुलिस द्वारा छाती पर गोली मार कर बुरी तरह से घायल कर दिया गया था। दरअसल इनका वाराणसी के सर सुन्दर लाल अस्पताल से तब अपहरण किया गया जहां 14 अप्रैल की शाम को वहां भरती किया गया। यहां तक कि अकलू को भी इसके बारे में कोई खबर नहीं हुई कि वे कहां हैं। इसके बाद जब गाॅव के लोगों ने और उनके परिवार के लोगों ने खोज शुरू की तो, जिलाधिकारी सोनभद्र द्वारा दो दिन बाद एन.ए.पी.एम. की संयोजक अरुंधति धुरू को सूचना दी कि वे दोनों जेल में बंद हैं। पुलिस इन सभी पर एक खतरनाक अपराधी साबित करने के लिए केस पर केस लादे जा रही है।
हमारी नेतृत्वकारी साथी राजकुमारी को भी गैरकानूनी तरीके से 20 अप्रैल को गिरफतार किया गया। वे वनविभाग द्वारा वनाश्रित समुदायों के किये जारहे उत्पीड़न के खिलाफ लगातार लड़ रही थीं और वनाधिकार कानून को कैमूर क्षेत्र में सही तरीके से लागू कराने के आन्दोलन में एक महत्वपूर्ण भूमिका निबाह रही थीं। वनविभाग के कहने पर उन पर पूर्व में वनविभाग द्वारा लादे गये मुक़दमों को शामिल कर लिया गया और उनकी जमानत की अर्जी भी खारिज कर दी गयी। हालांकि वनाधिकार कानून की रोशनी में वनविभाग द्वारा लादे गये इस तरह के सभी मुक़दमों को सबूत के तौर पर भी माना गया है कि वे उस जगह के मूल निवासी हैं और वे वनाधिकार कानून की प्रस्तावना में दिये गये ''ऐतिहासिक अन्यायों''के तहत वापिस लिये जाने हैं और उनका दावा करने का अधिकार बनता है। लेकिन यहां की पुलिस और प्रशासन ऐसे सभी तरह के कानूनों का उलंघन करते हुए संसद की अवमानना करते हुए ऐसे सभी पुराने मामलों को निकाल रहे हैं और आदिवासियों का उत्पीड़न कर रहे हैं। जेल में राजकुमारी की शारीरिक हालत बहुत खराब होते हुए भी जेल में उनसे ज़बरदस्ती कड़ा काम करवाया जा रहा है।
पंकज गौतम जो कि 20 वर्ष का एक युवा सामाजिक कार्यकर्ता है, जिसने शांतिपूर्ण तरीके से इस बड़े बाॅध के निर्माण के विरोध में चल रहे आंदोलन का नेतृत्व किया, उसे भी जिलाधिकारी द्वारा आंदोलन में हिस्सा बनने के कारण सस्पेंड कर दिया और उसके ऊपर झूठे मुक़दमे लादकर जेल में बन्द कर दिया। जेल में उससे भी किसी को मिलने की अनुमति नहीं है।
आपसे आह्वान है कि दलितों और आदिवासियों पर हो रहे इन अत्याचारों के खिलाफ और इससे सम्बंधित मंत्रियों और मानवाधिकार आयोग को लिखें। 


-- 
Ms. Roma ( Adv)
Dy. Gen Sec, All India Union of Forest Working People(AIUFWP) /
Secretary, New Trade Union Initiative (NTUI)
Coordinator, Human Rights Law Center
c/o Sh. Vinod Kesari, Near Sarita Printing Press,
Tagore Nagar
Robertsganj, 
District Sonbhadra 231216
Uttar Pradesh
Tel : 91-9415233583, 
Email : romasnb@gmail.com
http://jansangarsh.blogspot.com

Delhi off - C/o NTUI, B-137, Dayanand Colony, Lajpat Nr. Phase 4, NewDelhi - 110024, Ph - 011-26214538

রাষ্ট্রপতি কি মানসিক সমস্যাগ্রস্ত, নাকি গৃহবন্দী?

0
0

রাষ্ট্রপতি কি মানসিক সমস্যাগ্রস্ত, নাকি গৃহবন্দী?

 লিখেছেনঃ সাম্যবাদি  23/05/2015 

মাত্র দুই সপ্তাহের ব্যবধান। রাষ্ট্রপতি এর মধ্যে দুইবার জনসমক্ষে তার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বক্তব্য রাখলেন। হাস্যরসের মধ্য দিয়ে এ সমস্ত কথা বললেও রাজনৈতিক দিক থেকে এর বিশেষ গুরুত্ব রয়েছে। রাষ্ট্রপতি তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সম্প্রতি এমন সব মন্তব্য করেছেন, যা উদ্বেগজনক। তার বক্তব্য লিখে দেয়া হয়, নিজের থেকে কিছু বলার সুযোগ থাকে না, তিনি নিষ্কর্মা, তার আদেশে কাজ হয় না, তার বুকে-পিঠে ব্যথা হয়, তাকে সিএমএইচে নিয়ে যাবার নির্দেশ দেয়া হয়েছে, এরকম বিচিত্র সব মন্তব্য করেন তিনি।

প্রথমে রাষ্ট্রপতি এ ধরনের বক্তব্য রাখেন নিজের এলাকা কিশোরগঞ্জ সফরে গিয়ে। গত ১১ এপ্রিল শনিবার কিশোরগঞ্জ সফরে গিয়ে রাষ্ট্রপতি বলেন,

'কিশোরগঞ্জ আমার জন্মভূমি, তাই এখানকার সাধারণ মানুষ, রাজনৈতিক সহকর্মী ও বন্ধুদের সাথে দেখা করতে মন চায়। কিন্তু ইচ্ছা থাকলেও আগের মতো যখন যেভাবে ইচ্ছা ঘুরতে পারি না। তবে যখনই সুযোগ পাই আপনাদের কাছে ছুটে আসি। এলেও সে ক্ষেত্রে তেমন লাভ হয় না, কারণ সরকারের বিভিন্ন বাহিনী আমাকে এমনভাবে ঘিরে রাখে যে, আপনাদের সবার সাথে দেখা-সাক্ষাৎ করতে পারি না। প্রাণ খুলে কথা বলতে পারি না।'

ওই সময় শোলাকিয়া ঈদগাহ সেতু, কিশোরগঞ্জ-করিমগঞ্জ বাইপাস নির্মাণসহ স্থানীয় বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে রাষ্ট্রপতির কাছে আর্জি তোলা হলে তিনি বলেন, 'আমি নিষ্কর্মা, আমার কোনো নির্বাহী ক্ষমতা নেই। আমার আদেশে কোনো কাজও হয় না। আমি বড়জোর অনুরোধ জানিয়ে চিঠি লিখতে পারি।' [সূত্র : এনটিভির খবর]

একজন রাষ্ট্রপতির মুখে এ ধরনের বক্তব্যের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রপতি এর মাধ্যমে তার নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধেই মতামত দিলেন। এ থেকে প্রতীয়মান হয় যে, রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনা দরকার। এটাকে আধুনিকায়ন করা দরকার। এর পর তিনি বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো। তার পদের সীমাবদ্ধতা প্রসঙ্গে! এরকম সীমাবদ্ধতার মধ্যে বাস করা, আবার রাশভারি সব পদবি দ্বারা অলঙ্কৃত হওয়াটা যে কোনো মানুষের জন্যই এক অর্থে অবমাননাকর এবং অপমানজনক। যাই হোক, সবাই একে হাস্যরস বলেই ধরে নিলেন। কিন্তু দু সপ্তাহ পেরুনোর আগেই আবারো বোমা ফাটালেন জাতীয় সংসদের সাবেক এই স্পীকার।

রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত ২৬ এপ্রিল, ২০১৫ রবিবার অনুষ্ঠিত হয় নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) তৃতীয় সমাবর্তন। বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রপতির সভাপতিত্বে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।রাষ্ট্রপতি তার ওই ভাষণে বলেন,

'আপনারা জানেন আমার বক্তব্য লেখাই থাকে। লেখার বাহিরে আমার বলার কোনো সুযোগ নাই। এবং আমার শরীরটা খুবই খারাপ। সময় ছিল না, যার জন্য আমার অফিস থেকে আমার উর্ধতন কর্মকর্তারা যে কী লিখেছেন, তা আমি একটা রিডিং দিয়াও দেখি নাই। সুতরাং, আমি কী বলব আমি নিজেও জানি না। তবুও, শরীর খারাপ থাকা সত্ত্বেও আসতে হয়েছে! কারণ আপনারা জানেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য অনেক সমস্যা আছে। বাহিরে গেলে বিশেষ করে, এই যে আমার ডাইনে পেছনে দাঁড়ানো আছে, এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স। আমার আসার একটু অনীহা ছিল যে, শরীরটা ভাল না, আজ যাব না। কিন্তু সেই এসএসএফ-এর ডিজি, ডাইরেক্টর জেনারেল মেজর আমান সাহেব, উনিও বললেন, না, আসতে হবে স্যার। ভাবলাম যদি না যাই, এমনিই যে টাইট সিকিউরিটির মধ্যে উনি রাখে। এইটা কোন মহা টাইট কইরা দেয়, তার ঠিক নাই। তাই অসুস্থতার মধ্যেও আমাকে আসতে হয়েছে। এবং আসলে কথাটা যেটা বললাম, সেটাও যথার্থ প্রমাণীত হয়েছে এজন্য, কারণ এখানে দেখলাম যে, জেনারেল আমান সাহেব সস্ত্রীক উপস্থিত আছেন।
আর অসুস্থতাটা কী হয়েছে তাও বুঝি না। কারণ, এখানে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এখান থেকে বক্তব্য দেওয়ার পরেই আমাকে সিএমএইচ-এ নিয়ে যাওয়া হবে। আমার সবচে'বেশি সমস্যা উঠতে-বসতে-শুইতে। আর কাশি দিলে বুকের মধ্যে এবং পিঠেও কিছু ব্যাথা পাই। অনেকে মনে করে বুকের ব্যাথা, এটা হার্টেরও হইতে পারে! তবে আমার একটা বিশ্বাস এটা হার্টের হবে না। কারণ হল বিয়ে করেছি অনেকদিন পূর্বে। এক পঞ্চাশ বছর। বিয়ের পর থেকেই এই ভদ্রমহিলা বলে, আমি নিষ্ঠুর নির্দয় এবং ইংরেজিতে বলার সময় বলে, আমাকে হার্টলেসও বলা হয়ে থাকে। সুতরাং আমার যদি হার্ট নাই থেকে থাকে, যেখানে আমার হার্টই নাই, হার্ট নিয়ে আমার কোনো সমস্যা থাকার কথা না। আপনাদের, ইতিমধ্যে শুনছি, এই অনুষ্ঠানের পরপরই একটা নাকি কনসার্ট হবে। কনসার্টকে সামনে রেখে এই ধরনের কথা বার্তা ভাল্লাগার কথা না। তবে আমরা তো পুরনো দিনের মানষ, যার জন্য কনসার্টে বলে, মেলায় যাবে গো, যাবে গো যাবে গো। এগুলো ভালো লাগে না। আমরা, সেই পুরনো দিনের গান আমাদের কাছে ভালো লাগে। সুতরাং আপনাদের কাছে, বিশেষ করে এখন যারা ছাত্র-ছাত্রী সবাই, তাদের কাছে আবার কনসার্ট খুব ভালো লাগে। যাই হোক, আমার সাড়ে তিন পৃষ্ঠা, যেটা পাঠ করার জন্য আমি আদিষ্ট হইয়াছি, সেইটুকু আমি পড়িতেছি...।' [সূত্র : ইউটিউব ভিডিও ফাইল]

রাষ্ট্রপতির এই বক্তব্যের ভিডিও ইউটিউব থেকে দেখতে পারেন। দেখবেন সবাই কী পরিমাণ হাসছেন। এমনকি রাষ্ট্রপতি যখন বলেন আমার বুকে-পিঠে ব্যথা, তখনও উচ্চশিক্ষিতরা হাসতে থাকেন। তারা কেউ রাষ্ট্রপতির বক্তব্যের গভীরে গেলেন না। রাষ্ট্রপতি এদিন বেশ কিছু অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, তার অনিচ্ছাসত্ত্বেও তাকে এক প্রকার চাপ দিয়েই এখানে আনা হয়েছে। এমনকি তার কি হয়েছে তা তিনি স্পষ্ট না।

তিনি বলেছিলেন, তাকে সমাবর্তন শেষে সিএমএইচে নেয়া হবে। যদিও আদৌ তাকে কোথায় নেয়া হয়েছে, তার এখনো কোনো খবর নেই। শারিরীক অসুস্থতার কথা তিনি বললেও সরকারের কোনো সূত্র এখনো তাকে কোনো হাসপাতালে ভর্তির খবর জানায়নি। ওই দিনই সিএমএইচে ভর্তি হবার কথা নিজ মুখে জানিয়ে দেন তিনি। যা কারো জানার কথা না। কিন্তু পরে দেখা গেল সে সম্পর্কে সবাই চুপ মেরে গেছে। তার বুকে পিঠে ব্যথার ভিন্ন কোনো কারণ আছে কিনা, তাও পরিষ্কার নয়। রাষ্ট্রপতি কিছুটা হেয়ালির সুরেই কথাগুলো বলে গেছেন। কিন্তু দুই সপ্তাহের ব্যবধানে তিনি যে মনের সুখে দুই-দুইবার নিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিষোদগার করেননি, তা সবার কাছে স্পষ্ট। এ থেকে এটাও পরিষ্কার যে, রাষ্ট্রপতি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। জনসমক্ষে এর চেয়ে বেশি কড়া করে এসব কথা বলা তার পক্ষে সম্ভব নয়। এজন্যই হয়তো হাস্যরসের ছলে দেশবাসীকে নিজের গৃহবন্দীত্বের সম্পর্কে বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি।

সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির ভাষণ খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। শিক্ষার্থীরা এদিন সফল কোনো মানুষের কাছ থেকে অনেক দূর যাবার প্রেরণা হিসেবে কিছু শুনতে যান। কিন্তু রাষ্ট্রপতি তার সেই শিক্ষামূলক চরিত্র থেকে বেরিয়ে ফান করার মতো করে কথা বলতে থাকেন। এটা নির্দেশ করে যে, হয়তো মানসিকভাবেও তিনি পুরোপুরি সুস্থ্য নন। নইলে এরকম গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে এসে এসব কথা তার মতো একটা পদে বসা মানুষ কেন বলবেন? তিনি কেন খেয়াল করছিলেন না যে, ছাত্ররা তার শরীর খারাপের কথা শুনেও হাসছে! তাছাড়া ওই বক্তব্যে আরো নানা ধরনের অসুস্থতার কথা তো রাষ্ট্রপতি নিজেই বলেছেন।

অদ্ভুত বিষয় হলো বাংলাদেশের প্রধান ধারার দৈনিক পত্রিকা ও টিভি চ্যানেলগুলো রাষ্ট্রপতির এ বক্তব্য চেপে গেছে। কারণ এই খবর ব্যাপক প্রচার হলে বর্তমান রাষ্ট্রব্যবস্থার দুর্বলতা প্রকাশ পাবে। এজন্য পত্রিকাগুলো উদ্যোগী হয়ে কিংবা হয়তো রাষ্ট্র দ্বারা আদিষ্ট হয়েই খবরটি চেপে গেছে। এমন মুখরোচক সব কথা কেন এড়িয়ে যাওয়া হলো, যে কেউই তা সহজেই বুঝতে পারার কথা। দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর এ বিষয়ক খবরে দেখুন রাষ্ট্রপতির এসব কথা পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক মাধ্যমগুলোও এই খবরকে সামনে আনেনি। আর তরুণ সমাজ এটাকে নিয়েছে মজার বিষয় হিসেবে।

বাস্তবে এ ধরনের কথা পৃথিবীর অন্য কোনো দেশের রাষ্ট্রপতি বললে, সে দেশের বিচার ব্যবস্থা নিশ্চয়ই উদ্যোগী হতো। রাষ্ট্রপতির বাস্তব অবস্থা কি তা জানতে চাইতো। কিন্তু আমাদের দেশে সবাই মিলে এরকম একটা গুরুত্বপূর্ণ খবরকে চেপে যাচ্ছে। এমন হলে রাষ্ট্রপতি আসলে কি অবস্থায় আছেন, তা জানা কোনোভাবেই সম্ভব হবে না। সবাইকে রাজনৈতিক বিষয়াদিকে আরো গুরুত্বের সঙ্গে দেখার আহবান জানাচ্ছি। 

http://www.istishon.com/node/12208

https://www.youtube.com/watch?v=4kNsWqKMrlA


বিচারপতির বাড়ি দখল করে আওয়ামী লীগ অফিস

0
0
বিচারপতির বাড়ি দখল করে আওয়ামী লীগ অফিস

খুলনায় দখল করা জমিতে টাঙিয়ে দেওয়া হয়েছে দৌলতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড-বাংলাদেশ প্রতিদিন

খুলনায় দখল করা জমিতে টাঙিয়ে দেওয়া হয়েছে দৌলতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড

সরকারি ও একজন বিচারপতির পৈতৃক জমি জবরদখল করে নির্মাণাধীন খুলনার দৌলতপুর থানা আওয়ামী লীগের কার্যালয় ভবনটি উচ্ছেদ করা যায়নি। বৃহস্পতিবার থেকে কয়েক দফা চেষ্টা করেও দলীয় নেতা-কর্মীদের প্রবল বাধার মুখে উচ্ছেদ কার্যক্রম থেকে পুলিশ-প্রশাসনকে পিছু হটতে হয়েছে। এ কার্যালয় ভবনটি ৭২ ঘণ্টার মধ্যে উচ্ছেদের নির্দেশ রয়েছে উচ্চ আদালতের। ২৮ মে উচ্চ আদালতের ওই আদেশটি খুলনা জেলা প্রশাসনের হাতে আসে। গতকাল উচ্চ আদালতের দেওয়া ৭২ ঘণ্টার সময়সীমা পার হয়েছে। 

প্রসঙ্গত, সড়ক ও জনপথ বিভাগের প্রায় ২ শতাংশ ও একজন বিচারপতির পৈতৃক ১ শতাংশ জমি জবরদখল করে আলোচিত বহুতল বিশিষ্ট আওয়ামী লীগ দলীয় কার্যালয়টি নির্মাণ করা হচ্ছে। কিন্তু দুই পক্ষের কারও কাছ থেকেই জমি ব্যবহারের বন্দোবস্ত বা অনুমতি নেওয়া হয়নি। সরেজমিন জানা যায়, উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে গতকাল সকালে স্থানীয় প্রশাসন বিপুলসংখ্যক পুলিশ নিয়ে পুনরায় উচ্ছেদ অভিযানে গেলে দলীয় নেতা-কর্মীরা মাথায় সাদা কাপড় বেঁধে প্রতিরোধে নামেন। সেই সঙ্গে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর পুলিশ কর্তাদের অনুরোধে দুই লেনের সড়কের একটি লেন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গতকাল দুপুরে সরেজমিন ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করতে দেখা গেছে। পাশাপাশি নির্মাণাধীন কার্যালয় ঘিরে অবস্থান নিয়ে আছেন দলীয় নেতা-কর্মীরা। তারা সেখানে দুপুরের খাবার রান্না করে খেয়েছেন।


জানা যায়, খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ দৌলতপুর বেবিস্ট্যান্ডের কাছে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ২ শতাংশ ও উচ্চ আদালতের একজন বিচারপতির ১ শতাংশ জমি দখল করে দৌলতপুর থানা আওয়ামী লীগের কার্যালয় ভবন নির্মাণ করা হচ্ছে। ২৬ মার্চ সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি কার্যালয় ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ জবরদখলের বিরুদ্ধে হিউম্যান রাইটস সোসাইটি নামের একটি সংগঠন ২৫ মে কার্যালয় ভবনটি অপসারণ চেয়ে হাইকোর্টে রিট করে। এতে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ১৩ জনকে বিবাদী করা হয়। হাইকোর্ট ৭২ ঘণ্টার মধ্যে সড়ক ও জনপথ বিভাগের জমি থেকে দলীয় কার্যালয় ভবন অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে আজ (৩১ মে) উচ্ছেদ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে আদেশে। উচ্চ আদালতের ওই নির্দেশ ২৮ মে খুলনা জেলা প্রশাসনের হাতে আসে। ওই দিনই খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অজিয়ার রহমানের নেতৃত্বে মহানগর পুলিশের একটি দল উচ্ছেদ অভিযানে নামে। তারা কার্যালয় ভবনের একাংশ ভাঙতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দলীয় নেতা-কর্মীরা কার্যালয় ভবন ঘিরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনসহ কয়েক দফা সড়ক অবরোধও করেন। বাধ্য হয়ে প্রশাসনকে পিছু হটতে হয়েছে। গতকাল পুনরায় আলোচিত কার্যালয় ভবন উচ্ছেদ করতে পুলিশ-প্রশাসন উচ্ছেদ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে আসে। কিন্তু বাধার মুখে তারা উচ্ছেদ করতে পারেনি। এ অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদ হোসেন গতকাল দুপুরে ঘটনাস্থলে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'ব্যক্তিমালিকানার যেটুকু জমির ওপর কংক্রিটের অবকাঠামো নির্মাণ করা হয়েছিল তা অপসারণ করা হয়েছে। এখন বাকি আছে সড়ক ও জনপথ বিভাগের জমির ওপর করা ভবনের কংক্রিটের অবকাঠমো। এটাও আমরা অপসারণের চেষ্ট চালিয়ে যাচ্ছি।'তবে গতকাল দুপুরে নিজ বাড়িতে আলাপকালে বিচারপতির চাচা মো. ইমদাদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তাদের বাড়ির প্রায় ১ শতাংশ জমি জবরদখল করে দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে। প্রশাসন গত দুই দিনে সে জমির উপরিভাগ থেকে স্থাপনা ভেঙে সরিয়ে ফাঁকা করে দিয়েছে। কিন্তু বেসমেন্ট (ভিত) এখনো রয়ে গেছে। ফলে যে কোনো সময় ওই ভিতের ওপর আবারও নতুন করে ভবন নির্মাণ হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বিচারপতির কয়েক আত্মীয় বলেন, উচ্ছেদ অভিযানের পর থেকে ওই পরিবারটি স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হুমকির মুখে রয়েছে। এদিকে খুলনার পুলিশ-প্রশাসন বিচারপতির আত্মীয়দের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সমঝোতার জন্য মহানগর আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার বাড়িতে শুক্রবার রাতে মধ্যস্থতা বৈঠক ডাকে। কিন্তু বৈঠকে পুলিশ ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত হলেও বিচারপতির আত্মীয়রা যাননি। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে দৌলতপুর থানা আওয়ামাী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিচারপতির বড় ভাইয়ের দেখিয়ে দেওয়া সীমানার মধ্যেই দলীয় কার্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের খুলনার কয়েক কর্মকর্তা সরেজমিন জমি মেপে বুঝিয়ে দেওয়ার পর সেখানে পাকা ভবন নির্মাণ শুরু হয়। এখন একটি মানবাধিকার সংস্থার মাধ্যমে আইনি জটিলতার সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, কার্যালয় ভবন নির্মাণের জন্য সরকারি জমিটুকু বন্দোবস্ত পেতে ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগে আবেদন করা হয়েছে, যা প্রক্রিয়াধীন। তবে সড়ক ও জনপথ বিভাগের খুলনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অলিউল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যে জমির ওপর দলীয় কার্যালয় ভবন নির্মাণ করা হয়েছে তার অধিকাংশের মালিকানা সড়ক ও জনপথ বিভাগের। কিন্তু ওই জমি ব্যবহার বা তার ওপর ভবন নির্মাণের জন্য কাউকে কোনো প্রকার অনুমতি বা বন্দোবস্ত দেওয়া হয়নি। এ রকম বন্দোবস্ত দেওয়ার বিধানও সড়ক ও জনপথ বিভাগের নেই।

http://www.bd-pratidin.com/lead-news/2015/05/31/84561

Asia & Nelofer remembered on 6th death anniversary: Shutdown in Shopian : Daily " Chattan" Srinagar : Sunday, May 31 :

0
0

Asia & Nelofer remembered on 6th death anniversary: Shutdown in Shopian : Daily " Chattan" Srinagar : Sunday, May 31 :

शासनकर्ती जमात बणण्यासाठी काय करायला पाहिजे?

0
0

शासनकर्ती जमात बणण्यासाठी काय करायला पाहिजे?

आपल्या समाजात आता मोठ्या प्रमाणात डॉक्टर्स, इंजिनिअर्स, वकील, प्राध्यापक, साहित्यिक, सरकारी-निमसरकारी, प्रशासकीय उच्चपदस्थ सेवेत असेलेले अथवा निवृत झालेले अनेक बुध्दिवंत व विचारवंत निर्माण झाले आहेत. हे लोक आंबेडकरी चळवळीचे लाभार्थी आहेत. 'समाजाला आणीबाणीच्या काळात दिशा देण्याचे काम करतो तो बुध्दिजिवी'अशी व्याख्या डॉ. बाबासाहेबांनी 'ऍन निहिलेशन ऑफ कास्ट'या पुस्तकात केली आहे. सध्या आणीबाणीची वेळ निश्चित आली आहे. आता समाजामध्ये हजारो वकील, डॉक्टर्स, इंजिनिअर्स झाले असल्यामुळे डॉ. बाबासाहेबांच्या संकल्पनेप्रमाणे समाज प्रगल्भ झालेला आहे. 
डॉ. बाबासाहेब राजकारणाचे महत्व आणि निकड समजावून सांगतांना म्हणतात, "आपल्या प्रगतीसाठी जिच्यावर आपण अवलंबून राहू शकू अशी एकच गोष्ट आहे व ती म्हणजे राजकीय शक्ती हस्तगत करणे. आपल्या मुक्तीचा तो एकच मार्ग आहे. याबद्दल तर मला मुळीच संदेह नाही व या शक्तीशिवाय आमचा सर्वनाश होईल." (अ.भा.दलित वर्ग परिषद नागपूर १८,१९ जुलै १९४२) 
अस्पृष्य समाजाला स्वातंत्र्य, इज्जत व माणुसकी पाहिजे असेल, तर तुम्हाला राजकारण काबीज करावयास पाहिजे. सध्या आपल्याकडे कोणतेच साधन नाही. म्हणूनच आपला नाश व अवनती झाली आहे. आपणास उठण्याचीही ताकद राहिलेली नाही. आपली समाज संख्याही पण अल्प आहे व तिही विस्कटलेली आहे. ही सर्व परिस्थिती सुधारुन घेण्यासाठीच आपल्या हाती राजकीय सत्ता पाहिजे. (पुणे ०४.१०.१९४५चे भाषण, भाषण खंड १ संपादक- गांजरे पृष्ठ्य १३१) तुकड्यासाठी दुसर्या्च्या तोंडाकडे पाहण्याची वेळ समाजावर येऊ नये, पोटापाण्याचा प्रश्नड सुटावा, सन्मानाने राहावयास मिळावे यासाठीच राजकीय सत्तेची जरुरी असते आणि ती मिळविण्यासाठीच आम्ही झगडत आहोत. (भाषण खंड १ संपादक- गांजरे पृष्ठ्य १५३) 
शासनकर्ती जमातीवर अन्याय, अत्याचार होत नाहीत. घाटकोपर येथील रमाबाई आंबेडकरनगर गोळीबार हत्याकांड किंवा खैरलांजीसारखे प्रकरणे मराठा अथवा ब्राम्हणांच्या घरी होत नाहीत. कारण ते शासनकर्ती जमाती आहेत. म्हणूनच आतातरी आपले डोळे ऊघडणे आवश्यक झाले आहे. 
शासनकर्ती जमात बणण्याचे ध्येय गाठण्यासाठी आर.पी.आय पक्षाचे सर्व गट, बहन मायावतीचा बहुजन समाज पक्ष, आदिवासी-ओ.बी.सी.चे पक्ष असे समान व फुले, शाहु, आंबेडकरी विचाराचे सर्व पक्षांनी-गटांनी एकत्रीत येऊन येणारी विधानसभा लडविणे आवश्यक आहे. परंतु यासाठी या पक्षांचे, गटाचे नेता वर्ग तयार होतील असे वाटत नाही. कारण ऐक्याचे वारे मध्ये-मध्ये वाहायला लागले की, नंतर ते कधी विरुन जातात तेही कळत नाही. म्हणजे हे ऐक्य कालापव्यय करणारे व मृगजळासारखे ठरतात. म्हणून आता समाजाने एकत्र येऊन या नेत्यांवर दबाव निर्माण करणे आवश्यक आहे. 
याबाबत जर सर्व बाबतीत व्यवहार्य असेल तर खालीलप्रमाणे उपाययोजना करुन पाहायला काही हरकत नाही. येत्या सप्टेंबर-ऑक्टोंबर २००९ मध्ये महाराष्ट्राच्या विधानसभेच्या निवडणूका जाहिर होणार आहे. त्यापुर्वीच आपण विचारविनिमय करुन काहीतरी ठोस असा निर्णय घेऊन तशी कार्यवाही होणे गरजेचे झाले आहे. 
प्रत्येक ठिकाणी पंचायत समिती, जिल्हा परिषद, विधानसभा अशा तीन स्तरावर (शहराच्या ठिकाणी वार्ड स्तरावर) कोणत्याही गट अथवा पक्षाचा सभासद नसलेल्या प्रतिष्टित व्यक्तिंची निवड समिती तयार करावी. 
निरनिराळ्या आणि फुले, शाहु, आंबेडकरी पक्षांचे सभासद असलेल्या व निवडणूकीला उभे राहू इच्छिणार्याी कार्यकर्त्यांची, उमेदवारांची पंचायत समिती स्तरावरावरील निवड समितीने छानणी करुन अशी यादी जिल्हा परिषद निवड समितीकडे पाठवावी. त्यांनी सुध्दा त्या यादीची छानणी करुन ती विधानसभा निवड समितीकडे पाठवावी. त्यांनी त्या यादीची यादीची छानणी करुन दोन नांवे निवडावीत. त्यापैकी एक उमेदवार प्रमुख व दुसरे नांव डमी राहील म्हणजे प्रमुख उमेदवाराच्या बाबतीत काही समस्या निर्माण झाल्यास त्याच्या ऎवजी डमी उमेदवाराला उभे राहता येईल. ही दोन्ही नांवे ज्या गटाचे, पक्षाचे असेल त्या गटाच्या प्रमुखाकडे पाठवावीत. त्यानंतरची तिकीट देण्याची व निवडणुकीची पुढील कार्यवाही त्या गटाने, पक्षाने करावी. अशा निवड केलेल्या उमेदवाराला आपसातील हेवेदावे विसरुन सर्वांनी मान्यता द्यावी व त्याच्या विरोधात कुणीही आपल्या गटाचा/पक्षाचा उमेदवार उभा ठेवू नये. त्यामुळे सर्वमान्य उमेदवार मिळेल व मतविभागणी टळेल. अशा उमेदवाराला बहुजन समाजातील अनुसूचीत जाती, अनुसूचीत जमाती, इतर मागासवर्गिय जाती व अल्पसंख्याक धार्मिक समाज सुध्दा समर्थन देऊ शकतील. समाजातील सर्व मतदारांनी मतदान करण्याकडे व कोणाचेही मत वाया जाऊ नये, याकडे जागृत लोकांनी लक्ष ठेवावे. 
आपल्या समाजातील नोकरीदार वर्ग जसे तलाठी, ग्रामसेवक, शिक्षक, विद्युत मंडळाचा तांत्रिक कर्मचारी, आरोग्य विभागाचा कर्मचारी, शेती विभागाचा कर्मचारी असे अनेक विभागाचे कर्मचारी खेड्यापाड्यापर्यंत काम करीत आहेत. अशा लोकाना खेड्यापाड्यात मान असतो. म्हणून त्यांनी जमेल त्या मार्गाने सक्रियपणे पण गुप्त पध्दतीने प्रचार व प्रसार करावा. कारण खेड्यापाड्यात गठ्ठा मतदान असते. असे जर वातावरण आपण निर्माण करु शकलो तर समाजामध्ये नविन उत्साह निश्चितच संचारेल आणि समाज एकजूट व्हायला वेळ लागणार नाही. 
समाजातील सर्वांनी तन, मन, धनाने शक्ती निर्माण करुन संपुर्ण ताकद या उमेदवाराच्या मागे लावावी व अशा प्रकारे 'बहुजन शासनकर्ती जमात अभियान'राबवावे.
सदर योजनेवर विचारवंतांनी विचारविनिमय करावा. जर सदर योजना व्यवहार्य वाटत असेल तर कार्यवाही करण्याकरिता पाऊल उचलावे. जर सदर योजना व्यवहार्य वाटत नसेल किंवा त्यात काही तृटी असतील तर त्या दूर करावेत अथवा ज्यांच्याकडे त्याऎवजी दुसरी पर्यावी योजना असेल तर तसे त्यांनी मांडावेत. 
शेवटी डॉ. बाबासाहेबांचे २० जुलै १९४२ चे अखिल भारतीय दलित वर्ग परिषद नागपूर येथील प्रेरणादायी भाषण सर्वांनी लक्षात ठेवावे. त्यांनी म्हटले होते की, "तुम्हाला माझ्या संदेशाचे अंतीम शब्द हेच आहे की, शिका, संघर्ष करा आणि संघटीत रहा. स्वत:च्या सामर्थ्यावर विश्वास ठेवा आणि कधिही निराश होऊ नका."म्हणजे डॉ. बाबासाहेबांची शासनकर्ती जमात बणण्याची संकल्पना वास्त्वात उतरविण्यास कठीण जाणार नाही. 
आर. के. जुमळे, अकोला 
www.rkjumle.wordpress.com

मी आणि माझं लेखण..


ব্যাংকে ৬টার পর নারী কর্মীদের থাকতে বাধ্য করা যাবে না

0
0

ব্যাংকে ৬টার পর নারী কর্মীদের থাকতে বাধ্য করা যাবে না
www.prothom-alo.com/economy/article/541492

ব্যাংকে সন্ধ্যা ৬টার পর নারী কর্মচারীদের অবস্থানে বাধ্য করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক রূপ রতন পাইন স্বাক্ষরিত এই নির্দেশনা জারি করা হয়। চিঠিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

মঞ্জুর হত্যায় এরশাদের আশ্চর্য জবানবন্দি

0
0

মঞ্জুর হত্যায় এরশাদের আশ্চর্য জবানবন্দি..
http://www.prothom-alo.com/opinion/article/541690

জিয়া ও মঞ্জুর হত্যাকাণ্ড৩০ মে জিয়া হত্যাকাণ্ডের ৩৪ বছর পূর্তি। দীর্ঘ সময় পরে মার্কিন গোপন দলিলে উদ্ঘাটিত হলো জিয়া ও মঞ্জুর হত্যাকাণ্ডের নেপথ্যের কাহিনি। এ বিষয়ে প্রথম আলোর বিশেষ ধারাবাহিক আয়োজনের চতুর্থ ও শেষ কিস্তি ছাপা হলো আজ। সেনাবাহিনীর চিকিৎসক কর্নেল এ জেড তোফায়েল...

মাফিয়া পতনের সূচনা করলেন অদম্য বাবা

0
0

এই অদম্য বাবাকে পাচারকারী চক্র খুন করতে পারে—এ আশঙ্কায় তাঁকে রাখা হয় থাইল্যান্ড পুলিশের একটি সেফ হোমে http://www.prothom-alo.com/bangladesh/article/542230

ছেলের কবর আর ঘাতকের খোঁজে দিনের পর দিন থাই সমুদ্র উপকূলে কাটান কুইল্যা মিয়া। তাঁর টানা চার মাসের অদম্য চেষ্টায় ধরা পড়ল মানব পাচারকারী সবচেয়ে ভয়ংকর মাফিয়া চক্রের প্রধান আনোয়ার। সন্ধান মিলল থাইল্যান্ডের জঙ্গলে গণকবর। এরপর একে একে প্রকাশ পেল রোমহর্ষক সব...

Democratic Youth Federation of India (DYFI) protest against Ministry of Human Resource Development for banning a student group of IIT Madras near IIT in Chennai on May 30, 2015.

0
0
Democratic Youth Federation of India (DYFI) protest against Ministry of Human Resource Development for banning a student group of IIT Madras near IIT in Chennai on May 30, 2015.






ভারতবিরোধী নই, আশ্বস্ত করতে চায় বিএনপি

0
0

ভারতবিরোধী নই, আশ্বস্ত করতে চায় বিএনপি
www.prothom-alo.com/bangladesh/article/541315

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরের সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে আশাবাদী হয়ে উঠেছে বিএনপি। বৈঠক হলে এবার দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কৌশলী বক্তব্য উপস্থাপন করতে চায় বিএনপি। তবে বিএনপি যে ভারতবিরোধী নয়-মূলত এই...
Viewing all 6050 articles
Browse latest View live




Latest Images